খুলনা | মঙ্গলবার | ১৩ জানুয়ারী ২০২৬ | ২৯ পৌষ ১৪৩২

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মতবিনিময় সভা

ষড়যন্ত্র যত গভীরই হোক, গণতন্ত্রের দীর্ঘ সংগ্রামে তা টিকে না : মঞ্জু

খবর বিজ্ঞপ্তি |
০২:১১ এ.এম | ১২ জানুয়ারী ২০২৬


আসন্ন ১২ ফেব্র“য়ারির নির্বাচনকে সুষ্ঠু, স্বাভাবিক ও গ্রহণযোগ্য করতে দেশের সকল মানুষকে ঐক্যবদ্ধভাবে সামনে এগিয়ে আসার আহŸান জানিয়ে খুলনা-২ আসনের ধানের শীষের প্রার্থী সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু বলেন, বিএনপি হিংসা ও প্রতিহিংসার রাজনীতি পরিহার করে দেশকে সঠিক পথে নিয়ে যেতে চায়। মতপার্থক্য থাকতেই পারে। কিন্তু সেটি যেন কোনো ভাবেই মতবিভেদ বা জাতিকে বিভক্ত করার পর্যায়ে না যায়। রাজনৈতিক ষড়যন্ত্র করে গণতন্ত্রের লড়াই থামানো যায় না। ষড়যন্ত্র যত গভীরই হোক, গণতন্ত্রের দীর্ঘ সংগ্রামে তা টিকে না।
রোববার বাদ আছর খুলনা মহানগর হকার্স ইউনিয়ন (১১৬৯) এর আয়োজনে ২৩ নম্বার ওয়ার্ড কাউন্সিলর কার্যালয় চত্বরে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা আসাদুজ্জামান মুন্না এর সভাপতিত্বে এবং আকবর হোসেনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু। 
বাদ মাগরিব ২৬ নম্বর ওয়ার্ড বিএনপি’র আয়োজনে দারুর রহমত জামে মসজিদে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতা করেন সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন আব্দুল মাজেদ। রাত ৮টায় খুলনা-২ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু নৌ পরিবহন মালিক গ্র“পের সকল নৌযান ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। সভায় উপস্থিত ছিলেন সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, বিএনপি নেতা জাফরউল্লাহ খান সাচ্চু, নৌ-পরিবহন মালিক গ্র“পের কার্যনির্বাহী পরিষদের সভাপতি সৈয়দ জাহিদ হোসেন, মোঃ কামাল হোসেন, কাজী ফেরদৌস হোসেন, মোঃ মফিজুর রহমান, মোঃ শাহাদাৎ হোসেন মল্লিক, বেগ মফিজুল ইসলাম, মোঃ ওসমান গনি, মোঃ জোবায়ের হোসেন, মোঃ ফারুক আহম্মেদ খান, মোঃ ওমর ফারুক মিঠু, এম এম আসাদুজ্জামান, আব্দুল মতিন তালুকদার, এস এম আসিফ মঈন, মোঃ শামীম তালুকদার, মোঃ শামীম হোসেন, মোঃ জোবায়ের রহমান মিয়া, বশির উদ্দিন আহম্মেদ, মোঃ শফিকুল ইসলাম, কে এম আব্দুস সালাম ও এস কে তানজিম আহমেদ ফারিনসহ সিরিয়াল প্রথা, সর্বনিম্ন দর, বিলম্ব মাশুল ও বাস্তবায়ক বিষয়ক কমিটির আহ্বায়ক মোঃ হাফিজুল ইসলাম চন্দন এবং নৌ-পরিবহন মালিক গ্রæপের সকল সদস্য কাজী গোলাম ফারুক, মিহাজ উজ জামান সজল, শেখ জহির হোসেন, শাহ আলম তুহিন, উজ্জ্বল গাঙ্গুলী, খুরশীদ আলম কাগজী, অসীম কুমার সোম, উত্তম কুমার সাহা, সরবরিয়া খানম, নুরুল ইসলাম খান কালু, শেখ জসিম, দেলোয়ার হোসনে, সাদেকুর রহমান, চিন্ময় সাহা, এম এম আজাহার আলী, মাহাবুব আলম, জাকির হোসেন প্রমুখ ও বিএনপি’র নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
সকল অনুষ্ঠানে ইসলাম মঞ্জু বলেন, বেগম খালেদা জিয়া কেবল একজন রাজনীতিবিদ ছিলেন না; তিনি ছিলেন শক্তি, দৃঢ় সংকল্প ও দূরদর্শী নেতৃত্বের প্রতীক। তার মৃত্যুতে বাংলাদেশের রাজনীতিতে এক শূন্যতা সৃষ্টি হয়েছে, যে শূন্যতার প্রভাব দীর্ঘ সময় ধরে অনুভূত হবে। তারেক রহমান যে ঐক্যের রাজনীতি শুরু করেছেন, তা শুধু নেতৃত্বের স্তরে নয়, গ্রাম থেকে ওয়ার্ড, ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে। কারণ প্রকৃত শক্তি তৃণমূলের কর্মীরা, তারাই বিএনপি’র অগ্রযাত্রার প্রধান ভিত্তি। তিনি জাতীয় ঐক্যের প্রতীক, সাবেক প্রধানমন্ত্রী ও আপসহীন নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দেশবাসীর নিকট দোয়া প্রর্থনা করেছেন।     
এ সময় উপস্থিত ছিলেন অধ্যাপক আরিফুজ্জামান অপু, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, আনোয়ার হোসেন, শের আলম সান্টু, মাহবুব হাসান পিয়ারু, কে এম হুমায়ুন কবির, ইউসুফ হারুন মজনু, নিয়াজ আহমেদ তুহিন, নাসির উদ্দিন, শফিকুল রহমান জলি, মেজবাহ উদ্দিন মিজু, নাসির খান, বাচ্চু মীর, জাহাঙ্গীর হোসেন, মনিরুল ইসলাম, জামাল উদ্দিন মোড়ল, এড. আবুল হোসেন, খান মঈনুল ইসলাম মিঠু, শামীম খান, আমিনুল ইসলাম বুলবুল, মোস্তফা কামাল, মাহবুব হোসেন, শামীম আশরাফ, মুরাদ হাওলাদার, সালাউদ্দিন কালু, সাজ্জাদ হোসেন, আব্দুর রহমান, মিকাইল ইসলাম বাবুল, আলম সরদার, মুরাদ খান, রাসেল, মোঃ জিয়া, ইউসুফ, রুবেল, আলাউদ্দিন, মোঃ মাজন প্রমুখ।