খুলনা | মঙ্গলবার | ১৩ জানুয়ারী ২০২৬ | ৩০ পৌষ ১৪৩২

‘নির্বাচিত হলে এই জনপদের শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান উন্নয়নে নিরলস কাজ করব’

খবর বিজ্ঞপ্তি |
০২:১৯ এ.এম | ১৩ জানুয়ারী ২০২৬


বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, খুলনা অঞ্চলের সহকারী পরিচালক খুলনা-৬ আসনে দাঁড়িপাল্লার প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ বলেছেন, “নির্বাচিত হলে এই জনপদের শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান উন্নয়নে নিরলস কাজ করব। জাতীয় সংসদে এলাকার মানুষের অধিকার ও ন্যায্য দাবিগুলো জোরালোভাবে তুলে ধরাই আমার মূল লক্ষ্য।” তিনি ন্যায়ভিত্তিক সমাজ গঠনে ভোটারদের কাছে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে সমর্থন ও দোয়া প্রার্থনা করেন। তিনি বলেন, “জনগণই আমার সবচেয়ে বড় শক্তি। ইনশাআল্লাহ, আপনারা যদি আমাকে সুযোগ দেন, আমি এই জনপদের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও ন্যায়ভিত্তিক উন্নয়নে নিরলসভাবে কাজ করবো।” সোমবার দিনব্যাপী কয়রা উপজেলার বাগালি ইউনিয়নের বিভিন্ন স্থানে উঠান বৈঠক ও গণসংযোগকালে তিনি এ সব কথা বলেন। 
এ সময় তার সঙ্গে ছিলেন বাগালি ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর হাফেজ মাওলানা আব্দুল হামিদ, শূরা ও কর্ম পরিষদের সদস্য মাওলানা হাবিবুল্লাহ, সভাপতি মাওলানা আব্দুর রহিম, ৭নং ওয়ার্ড সেক্রেটারি মাওলানা আব্দুল আজিজ, ৮নং ওয়ার্ড সভাপতি মাওলানা আবুল হাশেম, সেক্রেটারি আবু মুসা, ৯নং ওয়ার্ড সভাপতি হাফেজ দেলোয়ার হোসেন, সেক্রেটারি আব্দুর রাজ্জাকসহ প্রমুখ নেতৃবৃন্দ।
মাওলানা আবুল কালাম আজাদ বলেন, দীর্ঘদিন ধরে সাধারণ মানুষ ন্যায়বিচার ও সুশাসন থেকে বঞ্চিত। ইসলামী মূল্যবোধভিত্তিক রাজনীতি ও সৎ নেতৃত্ব প্রতিষ্ঠার মাধ্যমেই জনগণের অধিকার নিশ্চিত করা সম্ভব। তিনি আরও বলেন, নির্বাচিত হলে তিনি এলাকার শিক্ষা, স্বাস্থ্যসেবা, যোগাযোগ ব্যবস্থা ও কর্মসংস্থানের উন্নয়নে অগ্রাধিকার দেবেন। বিশেষ করে যুব সমাজকে মাদক ও অনৈতিক কর্মকান্ড থেকে দূরে রেখে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে কার্যকর উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন তিনি।
উঠান বৈঠকে উপস্থিত স্থানীয় নেতৃবৃন্দ ও সমর্থকরা জানান, দাড়িপাল্লা প্রতীক সাধারণ মানুষের আশা-আকাক্সক্ষার প্রতীক হয়ে উঠেছে। তাঁরা আসন্ন নির্বাচনে অধ্যক্ষ মাওলানা আবুল কালাম আজাদের বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। বৈঠক শেষে এলাকাবাসীর সঙ্গে কুশল বিনিময় করেন জামায়াত মনোনীত এই প্রার্থী এবং সবার সহযোগিতা ও দোয়া কামনা করেন।