খুলনা | বুধবার | ১৪ জানুয়ারী ২০২৬ | ১ মাঘ ১৪৩২

মঞ্জু’র নির্বাচনী কার্যক্রম সুচারুভাবে সম্পন্ন করার লক্ষে সাবেক ছাত্রদল নেতৃবৃন্দের মতবিনিময় সভা

খবর বিজ্ঞপ্তি |
১২:৩৭ এ.এম | ১৪ জানুয়ারী ২০২৬


খুলনা-২ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু’র নির্বাচনী কার্যক্রম সুচারুভাবে সম্পন্ন করার লক্ষে মঙ্গলবার বাদ মাগরিব সাবেক ছাত্রদল নেতৃবৃন্দের উদ্যোগে সাবেক ভিপি মোঃ তরিকুল ইসলাম জহিরের সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় নগরীর হাজী মহসীন রোডস্থ উদায়ন ক্লাবে। এতে প্রধান অতিথি ছিলেন নগর বিএনপি’র সাবেক সাধারন সম্পাদক ও সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি।
তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুম বেগম খালেদা জিয়া স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রামের মাধ্যমে বারবার গণতন্ত্র পুনরুদ্ধার করেছেন এবং মানুষের ভোটাধিকার ও মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য আজীবন লড়াই করেছেন। গণতন্ত্রের লড়াই এখনো শেষ হয়নি। মানুষের ভোটের রায়ে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠিত হলেই আমরা এই লড়াইয়ের ফল ভোগ করতে পারব। আর এই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য ছাত্রদলের নেতৃবৃন্দকে অগ্রণী ভ‚মিকা পালন করতে হবে। 
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মহিবুজ্জামান কচি, আব্দুর রাজ্জাক, শারাফত আলী দুলু, মোঃ মারুফ রশিদ, শেখ হাফিজুর রহমান, জাবেদ এলাহী, নাজমুল হাসান মুকুল, মেজবাহ উদ্দিন মিজু, মাহমুদ হাসান সোহেল, গাজী সালাউদ্দিন, হাসিনুল ইসলাম নিক, আশরাফুল আলম, মঞ্জুর হাসান অপু, ইউসুফ হারুন মজনু, লতিফুর রহমান লাবু ও জুলহাস এলাহি আগা প্রমুখ।