খুলনা | বুধবার | ১৪ জানুয়ারী ২০২৬ | ১ মাঘ ১৪৩২

তলায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে এনজিও কর্মী যুবদল নেতা নিহত

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা ও তালা প্রতিনিধি |
১২:৪৯ এ.এম | ১৪ জানুয়ারী ২০২৬


সাতক্ষীরার তালায় যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে নাজমুল হাসান রানা (৩২) নামে এক এনজিও কর্মী ও সাবেক যুবদল নেতা নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে তালা ফায়ার সার্ভিস স্টেশন এলাকার একটি কালভার্টের পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাজমুল হাসান রানা তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামের রাজ্জাক সরদারের ছেলে। তিনি বেসরকারি সংস্থা উন্নয়ন প্রচেষ্টার কৃষি ইউনিটে কর্মরত ছিলেন। রানা খলিলনগর ইউনিয়ন যুবদলের সাবেক নেতা। স্থানীয় বাসিন্দা এস এম নাহিদ হাসান জানান, তালা থেকে ছেড়ে আসা ঢাকাগামী লিটন ট্রাভেলসের একটি বাস (ঢাকা মেট্রো-ব ১৯-০০২৩) সকাল সাড়ে ৯টার দিকে তালা ফায়ার সার্ভিস স্টেশন এর কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক নাজমুল হাসান রানা গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নেওয়ার পথে নাজমুল হাসান রানার মৃত্যু হয়।
তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান বাসটি জব্দ এবং হেলপারকে আটক করা হয়েছে। এছাড়া পরিবারের পক্ষ থেকে ময়না তদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি চেয়ে জেলা ম্যাজিস্ট্রেট এর নিকট আবেদন করেন। জেলা ম্যাজিস্ট্রেট মিজ আফরোজা আখতার বিনা ময়না তদন্তে লাশ দাফনের অনুমতি প্রদান করায় নিহতের লাশ পরিবারের নিকট বিকালে হস্তান্তর করা হয়। 
নিহত নাজমুল হাসান রানা জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও তালা উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক এবং হাজরাকাটি ব্লাড ডোর্নস ক্লাবের সাধারণ সম্পাদক ছিলেন। মৃত্যুকালে তিনি গর্ভবতী স্ত্রী, এক শিশু পুত্র সন্তান রাহাত সরদার (৩) রেখে গেছেন। নিহতের পরিবার সূত্র জানায় রাত্র ৮টার সময় তার হাজরাকাটি গ্রামের বাড়ি ঈদগাহ চত্বরে জানাজা নামাজ শেষে পরিবারিক কবর স্থানে দাফন করা হবে। এ রিপোর্ট লেখা পর্যন্ত তালা থানায় কোন মামলা হয়নি।