খুলনা | বুধবার | ১৪ জানুয়ারী ২০২৬ | ১ মাঘ ১৪৩২

পাসপোর্ট সূচকে বাংলাদেশের উন্নতি, শীর্ষে সিঙ্গাপুর

খবর প্রতিবেদন |
০১:৩৭ এ.এম | ১৪ জানুয়ারী ২০২৬


বিশ্বের শক্তিশালী পাসপোর্ট সূচকে উন্নতি করেছে বাংলাদেশ। পাঁচ ধাপ এগিয়ে বাংলাদেশের অবস্থান এখন ৯৫ নম্বরে। বর্তমানে বাংলাদেশি নাগরিকরা ৩৭টি দেশে ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারেন। এর আগে ২০২৫ সালের অক্টোবরে প্রকাশিত যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান হেনলি এ্যান্ড পার্টনার্সের পাসপোর্ট সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ১০০তম।
হেনলি পাসপোর্ট ইনডেক্স ২০২৬ (জানুয়ারি সংস্করণ) অনুযায়ী, ১০১টি অবস্থানের তালিকায় বাংলাদেশের অবস্থান ৯৫তম। মঙ্গলবার  আন্তর্জাতিক পরামর্শক প্রতিষ্ঠান হেনলি এ্যান্ড পার্টনারস এই তালিকা প্রকাশ করেছে।
এই তালিকার শীর্ষে রয়েছে সিঙ্গাপুর। দেশটির স্কোর ১৯২। এ ছাড়া যথাক্রমে দ্বিতীয় অবস্থানে যথাক্রমে আছে এশিয়ার আরও দু’টি দেশ-জাপান ও সাউথ কোরিয়া। দেশ দু’টির স্কোর ১৮৮। এই দুই দেশের নাগরিকরা ১৮৮টি দেশে ভিসামুক্ত প্রবেশাধিকার পান।
হেনলি সূচকের নিয়ম অনুযায়ী, একই স্কোর পাওয়া একাধিক দেশকে একই অবস্থানে রাখা হয়।
সেই হিসাবে ১৮৬ স্কোর নিয়ে ডেনমার্ক, লুক্সেমবার্গ, স্পেন, সুইডেন ও সুইজারল্যান্ড যৌথভাবে তৃতীয় স্থানে রয়েছে। এসব দেশের নাগরিকরা ১৮৬টি দেশ ও অঞ্চলে ভিসা ছাড়াই যেতে পারেন।
চতুর্থ অবস্থানে রয়েছে অস্ট্রিয়া, বেলজিয়াম, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, গ্রিস, আয়ারল্যান্ড, ইতালি, নেদারল্যান্ডস ও নরওয়ে, যাদের স্কোর ১৮৫।
পঞ্চম স্থানে অবস্থান করছে হাঙ্গেরি, পর্তুগাল, স্লোভাকিয়া, স্লোভেনিয়া ও সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। তাদের স্কোর ১৮৪।
ষষ্ঠ অবস্থানে রয়েছে পূর্ব ইউরোপের বলকান দেশগুলোর মধ্যে যথাক্রমে ক্রোয়েশিয়া, চেসনিয়া, এস্তোনিয়া, মাল্টা ও পোল্যান্ড। একই তালিকায় নিউজিল্যান্ডও অবস্থান করছে। এসব দেশের স্কোর ১৮৩।
সপ্তম অবস্থানে আছে অস্ট্রেলিয়া, লাটভিয়া, লিচেনস্টাইন ও যুক্তরাজ্য। তাদের স্কোর ১৮২। অষ্টম কানাডা, আইসল্যান্ড ও লিথুনিয়া। এই তিন দেশের স্কোর ১৮১।
হেনলি পাসপোর্ট সূচকে শীর্ষ দশের মধ্যে মালয়েশিয়া নবম, স্কোর ১৮০। তালিকায় শক্তিশালী দেশ যুক্তরাষ্ট্রের অবস্থান দশম স্থানে। দেশটির স্কোর ১৭৯।
উল্লেখ্য, লন্ডনভিত্তিক নাগরিকত্ব ও আবাসন পরামর্শক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থা আইএটিএ (ওঅঞঅ)-এর তথ্যের ভিত্তিতে প্রতি বছর এই পাসপোর্ট সূচক প্রকাশ করে।
ভিসা ছাড়াই যেসব দেশে যেতে পারবেন বাংলাদেশিরা : আগাম ভিসা ছাড়া বাংলাদেশিদের ভ্রমণের এই তালিকায় আছে বার্বাডোস, ভুটান, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডস, বুরুন্ডি, কম্বোডিয়া, কেপ ভার্দে আইল্যান্ডস, কোমোরো আইল্যান্ডস, কুক আইল্যান্ডস, জিবুতি, ডোমিনিকা, ফিজি, গ্রেনাডা, গিনি-বিসাউ, হাইতি, জ্যামাইকা, কেনিয়া, কিরিবাতি, মাদাগাস্কার, মালদ্বীপ, মাইক্রোনেশিয়া, মন্টসেরাট, মোজাম্বিক, নেপাল, নিউয়ে, রুয়ান্ডা, সামোয়া, সেশেলস, সিয়েরা লিওন, শ্রীলঙ্কা, সেন্ট কিটস এ্যান্ড নেভিস, সেন্ট ভিনসেন্ট এ্যান্ড দ্য গ্রেনাডাইনস, দ্য বাহামাস, দ্য গাম্বিয়া, তিমুর-লেস্তে, ত্রিনিদাদ এ্যান্ড টোবাগো, টুভালু, ভানুয়াতু।
এর মধ্যে কিছু দেশ ও অঞ্চলে অন-অ্যারাইভাল বা বিমানবন্দরে নামার পর ভিসার সুবিধা এবং কয়েকটি দেশের ক্ষেত্রে নিতে হয় ই-ভিসা।
চলতি বছর সূচকের শীর্ষ তিনটি পাসপোর্টই এশিয়ার দেশগুলোর। এর মধ্যে এক নম্বরে রয়েছে সিঙ্গাপুর। আর যৌথভাবে দুই নম্বরে রয়েছে জাপান ও দক্ষিণ কোরিয়া।
সূচক অনুযায়ী, সিঙ্গাপুরের নাগরিকরা বিশ্বের ২২৭টি দেশ ও অঞ্চলের মধ্যে ১৯২টিতে ভিসা ছাড়াই প্রবেশ করতে পারেন। আর জাপান ও দক্ষিণ কোরিয়ার নাগরিকরা ভিসামুক্তভাবে ১৮৮টি গন্তব্যে যেতে পারেন।