খুলনা | বৃহস্পতিবার | ১৫ জানুয়ারী ২০২৬ | ২ মাঘ ১৪৩২

বিভিন্ন মহলের শোক

বিএফইউজে’র সহকারী মহাসচিব শাওনের পিতার ইন্তেকাল, নামাজে জানাজা আজ

খবর বিজ্ঞপ্তি |
০২:১৪ এ.এম | ১৪ জানুয়ারী ২০২৬


বিএফইউজে’র সহকারী মহাসচিব, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনা’র সাবেক সহ-সভাপতি দৈনিক আমার দেশ পত্রিকার খুলনা ব্যুরো প্রধান এহতেশামুল হক শাওনের পিতা বিশিষ্ট ব্যবসায়ী  শেখ ইয়াকুব আলী (৭৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরাতো আল্লাহর এবং আল্লাহর কাছেই ফিরে যাবো)। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে খুলনা মহানগরীর শেরে বাংলা রোডস্থ সুরক্ষা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। এর আগে ৯ জানুয়ারি বিকেলে হৃদরোগে আক্রান্ত হলে তাকে এ হাসপাতালে ভর্তি করা হয়। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগীয় প্রধান ও মরহুমের ছোট ভাই প্রফেসর ডাঃ শেখ ইউনুস আলীর তত্ত¡াবধায়নে চিকিৎসাধীন ছিলেন তিনি। মৃত্যুকালে তিনি এক ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনি, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
এহতেশামুল হক শাওন জানান, মঙ্গলবার সন্ধ্যায় তার পিতা নাস্তা করছিলেন। হঠাৎ তিনি বাথরুমে যান। বাথরুম থেকে এসে বাকি নাস্তা খাচ্ছিলেন। এ সময় তিনি বেডে পড়ে যান এবং ইন্তেকাল করেন। 
তিনি বলেন, বুধবার সকাল সাড়ে ৯টায় খুলনা আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে জানাজার মরহুমের কফিন ডুমুরিয়া উপজেলার শাহপুর গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে। সেখানে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। 
এদিকে এহতেশামুল হক শাওনের পিতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি জানিয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের সভাপতি ওবায়দুর রহমান শাহীন ও মহাসচিব কাদের গনি চৌধুরী, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সভাপতি মোঃ রাশিদুল ইসলাম, সহ-সভাপতি মোঃ নূরুজ্জামান, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রানা, সহ-সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নূর, কোষাধ্যক্ষ মোঃ রকিবুল ইসলাম মতি, নির্বাহী সদস্য মোঃ এরশাদ আলী ও কে এম জিয়াউস সাদাত। অনুরূপ বিবৃতি দিয়েছেন বিএফইউজের সাবেক সহ-সভাপতি ড. মোঃ জাকির হোসেন, সাবেক নির্বাহী সদস্য শেখ দিদারুল আলম ও এইচ এম আলাউদ্দিন।
খুলনা মহানগর বিএনপি : সাংবাদিক নেতা এহতেশামুল হক শাওনের পিতার ইন্তেকালে গভীর শোক প্রকাশ, মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন খুলনা মহানগর বিএনপি নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন কেন্দ্রীয় বিএনপি ছাত্র বিষয়ক সম্পাদক ও খুলনা-৩ আসনে ধানের শীষের প্রার্থী রকিবুল ইসলাম বকুল, তথ্য বিষয়ক সম্পাদক ও খুলনা-৪ আসনে ধানের শীষের প্রার্থী আজিজুল বারী হেলাল, মহানগর বিএনপি’র সভাপতি এড. শফিকুল আলম মনা, জেলা আহবায়ক মনিরুজ্জামান মন্টু, মহানগর সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, জেলার সদস্য সচিব ও খুলনা-৬ আসনে ধানের শীষের প্রার্থী মনিরুল হাসান বাপ্পী প্রমুখ। 
নগর বিএনপি : বিএফইউজের সহকারী মহাসচিব শাওনের পিতার মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন খুলনা-২ আসনে ধানের শীষের প্রার্থী সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জুসহ নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন নগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, মীর কায়সেদ আলী, শেখ মোশাররফ হোসেন, জাফরউল্লাহ খান সাচ্চু, জলিল খান কালাম, এড. ফজলে হালিম লিটন, অধ্যক্ষ তারিকুল ইসলাম, অধ্যাপক আরিফুজ্জামান অপু, মাহবুব কায়সার, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, ইকবাল হোসেন খোকন প্রমুখ।
জামায়াতে ইসলামী খুলনা জেলা : অনুরূপ বিবৃতি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চল সহকারী পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চল সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ, টিম সদস্য মাওলানা মশিউর রহমান খান, মাস্টার শফিকুল আলম ও মুহাদ্দিস হাফেজ রবিউল বাশার, মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমান ও সেক্রেটারি এড. শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল, খুলনা জেলা আমীর মাওলানা এমরান হুসাইন ও সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, বাগেরহাট জেলা আমীর মাওলানা রেজাউল করিম ও সেক্রেটারি শেখ মোঃ ইউনুস, সাতক্ষীরা জেলা আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল ও সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, মহানগরী শ্রমিক কল্যাণ ফেডারেশনের মহানগরী সভাপতি আজিজুল ইসলাম ফারাজী ও সেক্রেটারি ডাঃ সাইফুজ্জামান, ইসলামী ছাত্রশিবিরের মহানগরী সভাপতি আরাফাত হোসেন মিলন ও সেক্রেটারি রাকিব হাসান। 
খুলনা প্রেসক্লাব : অনুরূপ বিবৃতিতে গভীর শোক প্রকাশ ও সমবেদনা জানিয়েছেন খুলনা প্রেসক্লাবের আহবায়ক এনামুল হক, সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল, কার্যনির্বাহী সদস্য শেখ দিদারুল আলম, মোঃ মিজানুর রহমান মিলটন, কৌশিক দে, আহমদ মুসা রঞ্জু ও আশরাফুল ইসলাম নূর প্রমুখ।
ইসলামী আন্দোলন নগর কমিটি : অনুরূপভাবে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি শেখ মোঃ নাসির উদ্দিন, সহ-সভাপতি আবু তাহের, হাফেজ আব্দুল লতিফ, সেক্রেটারী মুফতী ইমরান হোসাইন, মাওঃ দ্বীন ইসলাম, মোঃ ইমরান হোসেন মিয়া, মাওলানা সাইফুল ইসলাম ভূঁইয়া, মোঃ তরিকুল ইসলাম কাবির, মোঃ হুমায়ুন কবির, মেহেদী হাসান সৈকত, ফেরদৌস গাজী সুমন, আবুল কাশেম, বীর মুক্তিযুদ্ধা জিএম কিবরিয়া, মারুফ হোসেন, মোল্লা রবিউল ইসলাম তুষার, কবির হোসেন হাওলাদার, এইচ এম খালিদ সাইফুল্লাহ, এইচ এম আরিফুর রহমান, মাওলানা নাসিম উদ্দিন, গাজী মিজানুর রহমান, মোঃ সরোয়ার হোসেন বন্দ, মোঃ মঈন উদ্দিন, আমজাদ হোসেন, আব্দুস সালাম, মোঃ নুরুজ্জামান বাবুল, মোঃ বাদশাহ খান, জাহিদুল ইসলাম টুটুল মোড়ল, মোঃ শহিদুল ইসলাম সজিব, মোঃ মিরাজ মহাজন প্রমুখ। 
খুলনা অনলাইন জার্নালিস্ট এ্যাসোসিয়েশন : অনুরূপভাবে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন খুলনা অনলাইন জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সভাপতি মাহবুবুর রহমান মুন্না, সাধারণ সম্পাদক মোহাম্মদ মিলনসহ কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দ।