খুলনা | বৃহস্পতিবার | ১৫ জানুয়ারী ২০২৬ | ২ মাঘ ১৪৩২

নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষা

খবর বিজ্ঞপ্তি |
১২:২০ এ.এম | ১৫ জানুয়ারী ২০২৬


নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে সুষ্ঠু পরিবেশে অনুষ্ঠিত হলো কর্মকর্তা পদের নিয়োগ পরীক্ষা। বুধবার সকাল সাড়ে ৯টায় নগরীর সোনাডাঙ্গা মোড়স্থ নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির প্রশাসনিক ভবনে এ নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। কর্মকর্তা নিয়োগ পরীক্ষায় বহু সংখ্যক প্রার্থী অংশগ্রহণ করেন। 
এদিকে এ নিয়োগ পরীক্ষার লিখিত পরীক্ষা চলাকালীন সময় ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর কানাই লাল সরকার পরীক্ষার হল পরিদর্শন করেন ও সার্বিক বিষয় খোঁজ খবর নেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির রেজিস্ট্রার ড. শেখ শফিকুর রহমান, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানসহ পরীক্ষার হলে দায়িত্বরত শিক্ষকবৃন্দ। পরে বিকেল ৩টা থেকে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ভাইভা অনুষ্ঠিত হয়।