খুলনা | বৃহস্পতিবার | ১৫ জানুয়ারী ২০২৬ | ২ মাঘ ১৪৩২

চিত্রশিল্পী শশিভূষণ পালের ১৪৮তম জন্মবার্ষিকী উপলক্ষে খুবিতে স্মরণ কথা ও শ্রদ্ধার্ঘ্য অনুষ্ঠান

খবর বিজ্ঞপ্তি |
১২:২২ এ.এম | ১৫ জানুয়ারী ২০২৬


বাংলাদেশের পথিকৃৎ চিত্রশিল্পী শশিভূষণ পালের ১৪৮তম জন্মবার্ষিকী উপলক্ষে ড্রইং এন্ড পেইন্টিং ডিসিপ্লিনের উদ্যোগে স্মরণ কথা ও শ্রদ্ধার্ঘ্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর দেড়টায় চারুকলা স্কুলের আঙ্গিনায় অনুষ্ঠিত হয়। পথিকৃৎ এই চিত্রশিল্পীর উদ্যোগে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানের ধারাবাহিকতায় খুলনা বিশ^বিদ্যালয়ের ‘চারুকলা স্কুল’ প্রতিষ্ঠা লাভ করেছে।
ড্রইং এন্ড পেইন্টিং ডিসিপ্লিনের প্রধান ড. মোঃ তরিকত ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক মোহাম্মদ নজরুল ইসলাম, ডিসিপ্লিনের অ্যালামনাই এ্যাসোসিয়েশনে পক্ষে বক্তব্য রাখেন ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক শাপলা সিংহ।
এ সময় উপস্থিত ছিলেন ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক ড. আবু কালাম শামসুদ্দিন, রকিব হাসান, সহকারী অধ্যাপক বিটপ শোভন বাছাড়, মুহম্মদ খায়রুল হাসান, অনির্বাণ মলি­ক, প্রভাষক মিশকাতুল আবীর ও মনীষা সাহা। অনুষ্ঠান উপস্থাপনা করেন ডিসিপ্লিনের ৩য় বর্ষের শিক্ষার্থী পূজা বসু ও ১ম বর্ষের শিক্ষার্থী অর্পন রায়। এসময় ডিসিপ্লিনের পক্ষ থেকে প্রখ্যাত এ চিত্রশিল্পীর স্মৃতির প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।