খুলনা | বৃহস্পতিবার | ১৫ জানুয়ারী ২০২৬ | ২ মাঘ ১৪৩২

কমরেড মানিক চন্দ্র সাহার ২২তম হত্যাবার্ষিকী আজ

খবর বিজ্ঞপ্তি |
০১:৩৪ এ.এম | ১৫ জানুয়ারী ২০২৬


খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি, একুশে পদকপ্রাপ্ত নির্ভীক সাংবাদিক মানিক চন্দ্র সাহার ২২তম হত্যাবার্ষিকী উপলক্ষে আজ বৃহস্পতিবার ক্লাবের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ২০০৪ সালে খুলনা প্রেসক্লাবের সন্নিকটে বোমা মেরে নির্মমভাবে ঘাতকরা তাঁকে হত্যা করে।
কর্মসূচির মধ্যে রয়েছে  বেলা সাড়ে ১১টায় খুলনা প্রেসক্লাব চত্বরে অবস্থিত শহীদ সাংবাদিক স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন। এরপর ক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে স্মরণ সভা অনুষ্ঠিত হবে। 
সিপিবি : কমরেড মানিক চন্দ্র সাহার হত্যাবার্ষিকী পালন উপলক্ষে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি খুলনা জেলার উদ্যোগে আজ বিকেল ৪টায় পার্টি কার্যালয় স্মরণসভা ও খুলনা প্রেসক্লাব চত্বরে শহীদ সাংবাদিক স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করা হবে। বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, যুব ইউনিয়নসহ বিভিন্ন গণসংগঠন শ্রদ্ধা নিবেদন করবে। সন্ধ্যায় শহীদ বেদীতে প্রদীপ প্রজ্বলন করা হবে।