খুলনা | শুক্রবার | ১৬ জানুয়ারী ২০২৬ | ৩ মাঘ ১৪৩২

সাংবাদিক মানিক চন্দ্র সাহার ২২তম হত্যাবার্ষিকী পালিত

হত্যাকান্ডের পুনঃতদন্ত করে মূল পরিকল্পনাকারীসহ জড়িত সবার বিচারের দাবি

খবর বিজ্ঞপ্তি |
০২:২০ এ.এম | ১৬ জানুয়ারী ২০২৬


খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি, একুশে পদকপ্রাপ্ত নির্ভীক সাংবাদিক মানিক চন্দ্র সাহার ২২তম হত্যাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার সকালে খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে স্মরণসভা অনুষ্ঠিত হয়। খুলনা প্রেসক্লাবের আহবায়ক এনামুল হকের সভাপতিত্বে ও নির্বাহী সদস্য কৌশিক দে’র পরিচালনায় স্মরণ সভার শুরুতে প্রয়াত সাংবাদিক মানিক চন্দ্র সাহা’র আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
স্মরণ সভায় বক্তারা বলেন, মানিক সাহা আমৃত্যু জনমুখী সাংবাদিকতা করেছেন এবং এ জন্যই তাকে হত্যা করা হয়েছিল। হত্যার ২২ বছর পরেও এই হত্যার সাথে জড়িতদের বিচার হয়নি। হত্যাকান্ডের বিচারের নামে এর আগে যে রায় হয়েছে তা ছিল গোজামিলের রায়। বক্তারা এই হত্যাকান্ডের পুনঃতদন্ত করে মূল পরিকল্পনাকারীসহ জড়িত সবার বিচারের দাবি জানান।
স্মরণসভায় বক্তৃতা করেন খুলনা প্রেসক্লাবের নির্বাহী সদস্য শেখ দিদারুল আলম, মোঃ মিজানুর রহমান মিলটন ও আশরাফুল ইসলাম নূর, ক্লাব সদস্য ও মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সভাপতি মোঃ রাশিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রানা, প্রেসক্লাব সদস্য বাপ্পী খান, মোঃ হেদায়েৎ হোসেন মোল­া, এস এম নূর হাসান জনি ও প্রবীর কুমার বিশ^াস এবং প্রয়াত সাংবাদিক মানিক চন্দ্র সাহা’র ছোট ভাই প্রদীপ সাহা।
স্মরণসভা ও শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের নির্বাহী সদস্য আহমদ মুসা রঞ্জু, আনোয়ারুল ইসলাম কাজল, মোঃ জাহিদুল ইসলাম, শেখ কামরুল আহসান, আলমগীর হান্নান, দেবব্রত রায়, কাজী শামীম আহমেদ, ইয়াসিন আরাফাত রুমি, রিংটন মন্ডল ক্লাবের অস্থায়ী সদস্য মোঃ সোহেল রানা, মিলন হোসেন, শাহানা পারভীন শিল্পীসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ। 
এর আগে প্রয়াত সাংবাদিক মানিক চন্দ্র সাহার ২২তম হত্যাবার্ষিকী উপলক্ষে খুলনা প্রেসক্লাবের নেতৃবৃন্দ ক্লাব চত্বরে অবস্থিত শহীদ সাংবাদিক স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেন করেন। 
এছাড়া খুলনা সাংবাদিক ইউনিয়ন, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন খুলনা জেলা শাখা, উদীচী, রতন সেন পাবলিক লাইব্রেরি এবং  প্রয়াত মানিক চন্দ্র সাহার পরিবারের পক্ষ থেকেও স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়।
কেইউজে : সাংবাদিক মানিক চ›প্র সাহা হত্যা মামলার পুনঃতদন্ত দাবি করেছে খুলনা সাংবাদিক ইউনিয়নের (কেইউজে) নেতৃবৃন্দ। বৃহস্পতিবার সাংবাদিক মানিক সাহার ২২তম মৃত্যুবার্ষিকীর স্মরণ সভায় বক্তারা এ দাবি জানান। 
বেলা ১১টায় কেউজে’র নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত সভায় বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, মানিক সাহা হত্যাকান্ডের পরিকল্পনাকারী, অর্থযোগানদাতা ও গডফাদারদের চিহ্নিত করতে পারেনি প্রশাসন। মামলার রায়ে পরিবারসহ গোটা সাংবাদিক সমাজ ক্ষুব্ধ ও হতাশ।
কেইউজের সহ-সভাপতি কাজী শামিম আহমেদের সভাপতিত্বে স্মরণসভায় বক্তৃতা করেন বিএফইউজের যুগ্ম-মহাসচিব হেদায়েত হোসেন মোল­া ও সদস্য কৌশিক দে বাপী, খুলনা প্রেসক্লাবের আহবায়ক মোঃ এনামুল হক, কেইউজে’র সাবেক সভাপতি আনোয়ারুল ইসলাম কাজল, কমিউনিষ্ট পার্টির নেতা মিজানুর রহমান বাবু, নিহত সাংবাদিক মানিক সাহার ছোট ভাই ও শিক্ষক নেতা প্রদীপ সাহা।
কইউজের সাধারণ সম্পাদক মহেন্দ্রনাথ সেনের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন  উদীচি খুলনা জেলা সাধারণ সম্পাদক খৈয়ম মন্ডল মিঠু, কমরেড রতন সেন পাবলিক লাইব্রেরীর সদস্য প্রকৌশলী জাফর ইকবাল, ফটো জার্নালিষ্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি জাহিদুল আসলাম, কেউজে’র প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক মিলন হোসেন, দপ্তর সম্পাদক সাগর সরকার, আলমগীর হান্নান, কামরুল আহসান, বাপ্পী খান, এস এম জাহিদুল ইসলাম, সুনীল দাস, নুর হাসান জনি, প্রবীর কুমার বিশ^াস, রিংটন মন্ডল, মোঃ সোহেল রানা, মোঃ জুয়েল ও জাহিদ আকন প্রমুখ। সভা শেষে খুলনা প্রেসক্লাব চত্বরে অবস্থিত শহীদ সাংবাদিক স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি : দলের খুলনা জেলা সম্পাদক মন্ডলীর সদস্য, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি নির্ভীক সাংবাদিক কমরেড মানিক চন্দ্র সাহার হত্যা বার্ষিকী উপলক্ষে সিপিবির উদ্যোগে বৃহস্পতিবার কার্যালয়ে সিপিবি খুলনা জেলার উদ্যোগে স্মরণানুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে বিকেল ৪টায় স্মরণ সভা এবং খুলনা প্রেসক্লাব চত্বরে শহীদ সাংবাদিক স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করা হয়। 
জেলা সভাপতি কমরেড এস এ রশীদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ আব্দুল হান্নানের সঞ্চালনায় আলোচনায় অংশগ্রহণ করেন পার্টির জেলা কমিটির সাবেক সভাপতি ডাঃ মনোজ দাস, খুলনা মহানগর সভাপতি এইচ এম শাহাদাৎ, জেলা সহকারী সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, সম্পাদকমন্ডলীর সদস্য সুতপা বেদজ্ঞ, গাজী আফজাল হোসেন, আব্দুল হালিম, মহানগর সাধারণ সম্পাদক এড. নিত্যানন্দ ঢালী, সুখেন রায়, কিংশুক রায়, তোফাজ্জল হোসেন, পলাশ দাশ, সৈয়দ রিয়াসাত আলী রিয়াজ প্রমুখ। পরে খুলনা প্রেসক্লাবে শহীদ সাংবাদিক স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য প্রদান করে বিন¤্র শ্রদ্ধা নিবেদন করে সিপিবি, ছাত্র ইউনিয়ন, যুব ইউনিয়নসহ বিভিন্ন গণসংগঠন। সন্ধ্যায় শহীদ বেদীতে প্রদীপ প্রজ্বলন করা হয়।
উলে­খ্য, ২০০৪ সালের ১৫ জানুয়ারি খুলনা প্রেসক্লাবের অদূরে দুর্বৃত্তদের বোমা হামলায় নৃশংসভাবে নিহত হন সাংবাদিক মানিক সাহা। মৃত্যুর আগ পর্যন্ত দৈনিক সংবাদ ও নিউএজ পত্রিকার খুলনার জ্যেষ্ঠ প্রতিবেদক, ইটিভি প্রতিনিধি ও বিবিসি বাংলার খন্ডকালীন সংবাদদাতা ছিলেন তিনি। ২০০৯ সালে মরণোত্তর একুশে পদকে ভূষিত মানিক সাহা।