খুলনা | রবিবার | ১৮ জানুয়ারী ২০২৬ | ৫ মাঘ ১৪৩২

দিঘলিয়ায় স্কুল পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান হাবিবুর রহমান

দিঘলিয়া প্রতিনিধি |
১১:৪৯ পি.এম | ১৬ জানুয়ারী ২০২৬


দিঘলিয়া উপজেলায় স্কুল পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান হিসাবে নির্বাচিত হয়েছেন সেনহাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও দিঘলিয়া প্রেসক্লাবের কার্যকারী সদস্য মোঃ হাবিবুর রহমান মল্লি¬ক। অর্জনের ফলে তিনি  মহান আল্ল¬াহর প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন এই সম্মান আমার একার নয়। আমার প্রিয় সহকর্মী শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী, অভিভাবক, বিদ্যালয় পরিচালনা পর্ষদ এবং সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা ও দোয়ায় এটি সম্ভব হয়েছে। আমি যেন ভবিষ্যতেও সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যেতে পারি এই কামনায় সকলের নিকট দোয়া প্রার্থনা করেছেন।
প্রধান শিক্ষক হাবিবুর রহমান মল্লি¬কের এ সফলতা অর্জনে দিঘলিয়া প্রেসক্লাবের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে এবং ভবিষ্যতে এ ধারা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করে বিবৃতি দিয়েছেন সভাপতি মোঃ শহিদুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন, নির্বাহী সদস্য এম ফরহাদ কাদির, এস এম রফিকুল ইসলাম বাবু, মোঃ শামীম হক, এস এম হাবিবুর রহমান তারেক, সিনিয়র সহ সভাপতি গাজী জামসেদুল ইসলাম সৌরভ, সহ সভাপতি ইঞ্জিনিয়ার এস এম ওয়াহিদ মুরাদ, যুগ্ম সাধারণ সম্পাদক কে এম আসাদুজ্জামান, সহ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম, কোষাধ্যক্ষ ওয়াছিক উল¬াহ হোসাইনী রাজিব, দপ্তর সম্পাদক মোঃ আশরাফ হোসেন, প্রচার সম্পাদক মোঃ সালাহ উদ্দিন মোল্লা, তথ্য ও প্রযুক্তি সম্পাদক তৌহিদুল ইসলাম রূপম, ক্রীড়া সম্পাদক মোঃ রানা মোল্লর, কার্যকরী সদস্য আরিফুল ইসলাম হাসান, এস এম শামীম, সদস্য মলি¬ক মোকছেদুর রহমান খোকন, মোঃ হাবিবুর রহমান মলি¬ক, অধ্যাপক মোঃ লোকমান হোসেন, এস এম মেহেদী হাসান, কিশোর কুমার দে, এস এম শামীম ২, শেখ রুবেল, রাজু আহমেদ প্রমুখ।