খুলনা | রবিবার | ১৮ জানুয়ারী ২০২৬ | ৫ মাঘ ১৪৩২

হাজারো মুসল্লির অংশগ্রহণে তালা মডেল মসজিদে প্রথম জু’মা আদায়

তালা প্রতিনিধি |
১১:৫০ পি.এম | ১৬ জানুয়ারী ২০২৬


হাজার হাজার মুসল্লির অংশগ্রহণে পবিত্র জুমার নামাজ আদায়ের মধ্য দিয়ে তালা উপজেলা মডেল মসজিদের নামাজের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। শুক্রবার জুমার নামাজ পড়তে দূর-দূরান্ত থেকে মুসল্লিরা মডেল মসজিদে সমবেত হন এবং এ ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হন।
জুমার নামাজের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তারেক হাসান, উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) রাহাত খান এবং তালা থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম হাওলাদার। জুমার নামাজ শেষে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রয়াত ফেরদৌস আরাসহ সকল মৃত মুসলমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়। 
জুমার নামাজে অংশগ্রহণ করেন, তালা উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ শফিকুল ইসলাম, অধ্যক্ষ মোঃ আব্দুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা জেলা নায়েবে আমির ডাঃ ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ। জুমার নামাজে ইমামতি করেন তালা উপজেলা মডেল জামে মসজিদের খতিব ও বাংলাদেশের শ্রেষ্ঠ ইমাম হযরত মাওলানা মুহাম্মদ তাওহীদুর রহমান।
উল্লেখ্য সরকারের অনুমতি পাওয়ার পর জুমার নামাজের মাধ্যমে মডেল মসজিদে নিয়মিত ওয়াক্তের নামাজের কার্যক্রম শুরু হলো। পরবর্তীতে সরকারিভাবে মডেল মসজিদের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে বলে জানা গেছে।