খুলনা | রবিবার | ১৮ জানুয়ারী ২০২৬ | ৫ মাঘ ১৪৩২

পাটকেলঘাটা ওভার ব্রিজের উপর দু’টি সোলার স্ট্রিট লাইটই অন্ধ

পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি |
১১:৫০ পি.এম | ১৬ জানুয়ারী ২০২৬


পাটকেলঘাটা ওভার ব্রিজের উপর দীর্ঘদিন যাবৎ দু’টি সোলার স্ট্রিট লাইট অন্ধ অবস্থায় দাঁড়িয়ে আছে। এই লাইট দু’টির সন্ধ্যার পর চোখে আলো দেওয়ার মত কেউ নেই। এত লেখালেখির পরেও বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসছে না। ভোগান্তি পাচ্ছে বিভিন্ন যানবাহনের চালক ও হাজার হাজার যাত্রী। 
জানা গেছে, ওভার ব্রিজের উপর ৭/৮টি যানবাহনের স্টপিজ। দূর পাল্লার পরিবহন, মহেন্দ্র, ইজিবাইক, মটরসাইকেল, নছিমন, মটরভ্যান এখানে দাঁড়িয়ে যাত্রী ওঠানামা করে। তবে স্থান সরকারি বিধায় পল্লী বিদ্যুৎ অফিস বিদ্যুৎ দেয়না। সন্ধ্যা নামার সাথে সাথে উক্ত স্থানে নেমে আসে ঘোর অন্ধকার। কোন যাত্রী ও চালক ভাড়া লেনদেন করতে হলে মোবাইলের লাইট জ্বালিয়ে কাজ মেটাতে হয়। ওভার ব্রীজ থেকে দেশের বিভিন্ন যাত্রীরা উঠানামা করে। দূর পাল্লার যাত্রীরা গভীর রাতে যখন পরিবহন থেকে নামে তখন চুরি ছিনতাইয়ের আতঙ্কে থাকে। কারণ চারিদিকে শুধু অন্ধকার। 
এ বিষয়ে পাটকেলঘাটা সরুলিয়া ইউপি চেয়ারম্যান শেখ আব্দুল হাই বলেন, সোলার লাইটের ব্যাপারে আমার কোন দায়িত্ব নেই। তালা উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট পাটকেলঘাটা এলাকাবাসী ওভার ব্রিজের উপর স্ট্রিট লাইট দু’টি মেরামতের আহŸান জানিয়েছেন।