খুলনা | রবিবার | ১৮ জানুয়ারী ২০২৬ | ৫ মাঘ ১৪৩২

দিঘলিয়ায় হা-ডু-ডু টুর্নামেন্টে দিঘলিয়া একাদশ চ্যাম্পিয়ন

দিঘলিয়া প্রতিনিধি |
১২:২৬ এ.এম | ১৭ জানুয়ারী ২০২৬


গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেলাকে জনপ্রিয় করতে দিঘলিয়া উপজেলার লাখোহাটি মধ্যপাড়া বউবাজার মাঠে বৃহস্পতিবার এক বিশাল ৮ দলীয় নাইট হা-ডু-ডু টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এই প্রতিযোগিতার চূড়ান্ত লড়াইয়ে বিল্লাল একাদশকে পরাজিত করে দিঘলিয়া একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান ও খুলনা জেলা বিএনপি’র সদস্য জনাব শরিফ ইকবাল হোসেন, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ২নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি জনাব আনোয়ার ফরাজী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন দিঘলিয়া থানা বিএনপি’র সাবেক যুগ্ম-আহবায়ক জনাব গাজী জাকির হোসেন বারাকপুর ইউনিয়ন বিএনপি র সাধারণ সম্পাদক আলম চৌধুরী ২নং ওয়ার্ড ইউপি সদস্য কামরুল ইসলাম সহ স্থানীয় বিএনপি’র বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এছাড়াও অনুষ্ঠানে উপজেলা প্রেসক্লাব দিঘলিয়ার সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নক-আউট পদ্ধতিতে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে মোট ৮টি দল অংশগ্রহণ করে। টানটান উত্তেজনার ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় বিল্লাল একাদশ ও দিঘলিয়া একাদশ। উত্তেজনাপূর্ণ এই ম্যাচে দিঘলিয়া একাদশ ২-০ ব্যবধানে বিল্লাল একাদশকে পরাজিত করে শ্রেষ্ঠত্ব প্রমাণ করে। খেলা শেষে বিজয়ীদের মাঝে প্রথম পুরস্কার হিসেবে একটি খাসির পরিবর্তে নগদ অর্থ এবং রানার্সআপ দলের হাতে দ্বিতীয় পুরস্কার হিসেবে নগদ অর্থ তুলে দেওয়া হয়। খেলার সার্বিক পরিচালনায় ছিলেন মুতাহের খান ও জালাল মোল্লা এবং তত্ত¡াবধানে ছিলেন শেখ নজরুল ইসলাম ও নাছেন ফরাজী। কনকনে শীত উপেক্ষা করে হাজারো দর্শক এই রোমাঞ্চকর নাইট টুর্নামেন্ট উপভোগ করেন। গ্রামবাংলার বিলুপ্তপ্রায় এই খেলাকে পুনরায় ফিরিয়ে আনার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় ক্রীড়াপ্রেমীরা।