খুলনা | শনিবার | ১৭ জানুয়ারী ২০২৬ | ৪ মাঘ ১৪৩২

অধ্যক্ষ খান আলমগীর কবির স্মৃতি ফুটবল টুর্নামেন্টে শহিদ মনসুর স্মৃতি সংসদ চ্যাম্পিয়ন

রূপসা প্রতিনিধি |
১২:২৭ এ.এম | ১৭ জানুয়ারী ২০২৬


রূপসা উপজেলার ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন শহিদ মনসুর স্মৃতি সংসদের আয়োজনে ১৬ দলীয় ৬ষ্ঠ অধ্যক্ষ খান আলমগীর কবির স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী গতকাল শুক্রবার বিকালে কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় বিদেশি ও জাতীয় দলের খ্যাতনামা খেলোয়াড়দের উপস্থিতিতে মাঠে সৃষ্টি হয় বাড়তি উত্তেজনা ও দর্শনার্থীদের ব্যাপক উৎসাহ। খেলায় বিশেষ আকর্ষণ ছিলেন নাইজেরিয়ান খেলোয়াড় অভি। এছাড়া জাতীয় দলের খেলোয়াড়দের মধ্যে উপস্থিত ছিলেন শাহরিয়ার ইমন, শাকিল তপু, এনামুল এবং গোলরক্ষক শান্ত। ফাইনাল ম্যাচে অংশগ্রহণ করে স্বাগতিক শহিদ মনসুর স্মৃতি সংসদ ও বাগেরহাট ফ্রেন্ডস ফুটবল একাডেমি। নির্ধারিত সময়ে কোনো দলই গোল করতে না পারায় ম্যাচটি গোলশূন্য ড্র হয়। পরে ট্রাইকারে গড়ালে শহিদ মনসুর স্মৃতি সংসদ ৩-২ গোলে বাগেরহাট ফ্রেন্ডস ফুটবল একাডেমিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
তরুণ সমাজসেবক ও ব্যবসায়ী মহিউদ্দীন লিটুর স্পন্সরে ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন বিজয়ী দলের খেলোয়াড় হৃদয়। খেলায় শরিফুজ্জামান বাচ্চুর স্পন্সরে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের খেলোয়াড় ইমন। কাজদিয়া অনলাইনের স্বত্বাধিকারী শাহাজাদা আলমগীরের স্পন্সরে সেরা গোলরক্ষক নির্বাচিত হন বিজয়ী দলের গোলকিপার শান্ত। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ফরিদ শেখের স্পন্সরে সেরা উদীয়মান খেলোয়াড় নির্বাচিত হন আদনান আপন। খেলা পরিচালনা করেন সুমন রাজু, আলী আকবর ও আজিজুল ইসলাম বাবলু। ধারাভাষ্যর ভূমিকায় ছিলেন মুস্তাহিদুর রহমান মুক্ত।
খেলাশেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা-৪ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী, বিএনপি’র তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল। এসময় তিনি বলেন, খেলাধুলা যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে সুস্থ ও মানবিক মানুষ হিসেবে গড়ে তোলে। গ্রামবাংলার মাঠ থেকেই একদিন জাতীয় দলের খেলোয়াড় তৈরি হয়। তাই ক্রীড়া ও সংস্কৃতি চর্চার মাধ্যমে আগামী প্রজন্মকে গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসতে হবে। শহীদ মনসুর স্মৃতি সংসদের মতো সংগঠনগুলো সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভবিষ্যতেও রূপসার ক্রীড়াঙ্গনের উন্নয়নে আমি সবসময় পাশে থাকবো। 
খেলার শুরুতে শুভেচ্ছা বক্তৃতা প্রদান করেন ক্রীড়া সংগঠক অধ্যাপক খান আহমেদুল কবীর চাইনিজ। বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব আবু হোসেন বাবু, বিসিবির পরিচালক ও জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক খান জুলফিকার আলি জুলু, জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক মোল্যা খায়রুল ইসলাম, জিএম কামরুজ্জামান টুকু, জেলা বিএনপি’র সদস্য শেখ আঃ রশিদ, রূপসা উপজেলা বিএনপি’র আহবায়ক মোল্যা সাইফুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ আতাউর রহমান রুনু, রূপসা উপজেলা বিএনপি’র সদস্য সচিব জাবেদ হোসেন মল্লিক, খুলনা জেলা আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান পলাশ, জেলা বিএনপি’র সদস্য আছাফুর রহমান, মোল্যা রিয়াজুল ইসলাম, এম এ সালাম, সময়ের খবরের মফস্বল সম্পাদক সাইফুল ইসলাম বাবলু,  উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম-আহবায়ক বিকাশ মিত্র, বিএনপি নেতা এসএম আঃ মালেক, খান আনোয়ার হোসেন, মহিউদ্দিন মিন্টু, আজিজুর রহমান, দিদারুল ইসলাম। টুর্নামেন্ট কমিটির আহবায়ক মাফতুন আহম্মেদ রাজার সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুটবল কোচ ইমরুল হাসান ইমু, ক্রীড়ানুরাগী ও সমাজসেবক মহিউদ্দিন লিটু, সমাজসেবক সৈয়দ আরশাদ আলী হাওলাদার, মাঠ পরিচালনা কমিটির আহবায়ক বাসির আহম্মেদ লালু, টুর্নামেন্ট কমিটির যুগ্ম আহবায়ক মোঃ আলম শেখ, সদস্য সচিব সৈয়দ মাহমুদ আলী।
রূপসা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক মুন্না সরদারের পরিচালনায় উপস্থিত ছিলেন রয়েল আজম, শফিকুল ইসলাম বাচ্চু, হাবিবুর রহমান বেলাল, বাদশা জমাদ্দার, এইচ এম কামরুল,মহিতোষ ভট্টাচার্য, শামীম হাসান, ফ ম মনিরুল ইসলাম, রেজাউল ইসলাম রেজা, সাইফুল ইসলাম পাইক, সাজ্জাত হোসেন, তরিকুল ইসলাম সুমন, শাহজামান প্রিন্স, মুক্তাদির বিল্লাহ, ইসরাইল বাবু, রাজু দাস, ফরিদ শেখ, দেলোয়ার হোসেন, নুরুল আমিন পাপ্পু, এসএম আবু সাঈদ, সাধন দে, জামাল শেখ,আবুল কালাম,শাহাজাদা আলমগীর, শুভ গালিব, মনিরুজ্জামান, শাহিনুর, নাঈম আহম্মেদ, শাহরুখ হাসান, বেল্লাল শেখ, বাচ্চু বিশ্বাস, সোহাগ শেখ, ওসমান গনী, আবু দাউদ দানিশ, জিএম হিরোক, আবুল কাশেম, সুজন শেখ, ইব্রাহিম, মনিশংকর, মিরাজুল ইসলাম মিরান, ফেরদৌস, জহির খান, তাহসিন প্রমুখ।