খুলনা | শনিবার | ১৭ জানুয়ারী ২০২৬ | ৪ মাঘ ১৪৩২

খুলনা রাইটার্স ক্লাবের নিয়মিত সাপ্তাহিক সাহিত্য আসর

খবর বিজ্ঞপ্তি |
১২:২৯ এ.এম | ১৭ জানুয়ারী ২০২৬


খুলনা রাইটার্স ক্লাবের নিয়মিত সাপ্তাহিক ১৪৮৭তম সাহিত্য আসর শুক্রবার সকাল দশটায় সংগঠনের খানজাহান আলী রোডস্থ মডার্ন ফার্নিচারগলি কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি কবি বেনজির আহমেদ জুয়েল এর সভাপতিত্বে এবং কবি সেবাব্রত সিংহ এর সঞ্চালনায় সাহিত্য আসরে গল্প, কবিতা, প্রবন্ধ পাঠ-আবৃত্তিসহ মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠ ও মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন, সংগঠনের সাধারণ সম্পাদক লেখক-সাহিত্যিক কবি ডি কে মণ্ডল, কবি শেখ হিরা, কবি সিকান্দার কবীর, কবি ও রবীন্দ্র সংগীত শিল্পী উজ্জ্বল ঘোষ, রীনাজাহান মিতু প্রমুখ।