খুলনা | শনিবার | ১৭ জানুয়ারী ২০২৬ | ৪ মাঘ ১৪৩২

বাংলাদেশ হাইফ্লাওয়ার পিজিয়ন এ্যাসোসিয়েশন পুরস্কার বিতরণ

খবর বিজ্ঞপ্তি |
১২:২৯ এ.এম | ১৭ জানুয়ারী ২০২৬


বাংলাদেশ হাই ফ্লাওয়ার পিজিয়ন এ্যাসোসিয়েশনের ২০২৫ সালের ৬ষ্ঠ সমষ্টিগত কবুতর উড়ানো প্রতিযোগিতার পুরস্কার বিতরণী শুক্রবার বেলা ২টায় খুলনা প্রেসক্লাবের ব্যাংককুয়েট হলে অনুষ্ঠিত হয়। এ্যাসোসিয়েশনের সভাপতি এস এম শামসুল আরিফের সভাপতিত্বে এবং রিয়াজউদ্দিন বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টারের পুলিশ সুপার মোঃ ইমামুর  রশিদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জুপিটার, ওস্তাদ হুমায়ুন কবির, ওস্তাদ আশীষ কুমার বড়–য়া, এমদাদ, খালিদ ইমাম, আলী আকবর মিন্টু, রাশেদুল ইসলাম সানি, শফিকুল ইসলাম গুড্ডু, তমাল দোবে উচ্ছ¡াস, সোহেল ইসলাম, লিমন, জিয়াউর রহমান, হিমন, সুজয় আহমেদ, তিতাস, ফজলু, কবির হোসেন, নাসির উদ্দিন, মিরাজ, প্রবির, সৈকতসহ স্বনামধন্য কবুতর পালক ব্যক্তিবর্গ। বিজয়ীদের মাঝে নগদ অর্থ ও ট্রফি প্রদান করা হয়। সমষ্টিগত কবুতর উড়ানো প্রতিযোগিতায় ১ম স্থান অর্জন করেন কামরুল হাসান। তাকে মিস্টার বাংলাদেশ হিসেবে স্বীকৃতি দিয়ে নগদ ৪০ হাজার টাকা ও ট্রফি প্রদান করা হয়।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, কবুতর শান্তির প্রতীক। কবুতর পালন ও কবুতর বাজিতে যুবসমাজ শান্তির বিনোদন খুঁজে পায় এবং অন্যায় ও অপরাধমূলক কাজ থেকে দূরে থাকে। তিনি সকলের উদ্দেশ্যে বলেন, আসুন স্বচ্ছ কবুতর বাজিতে প্রাণের বিনোদন খুঁজি সমগ্র বাংলাদেশব্যাপী।