খুলনা | শনিবার | ১৭ জানুয়ারী ২০২৬ | ৪ মাঘ ১৪৩২

সাবেক কাউন্সিলর গোরার স্মরণসভা ও আত্মার শান্তি কামনায় প্রার্থনা

খবর বিজ্ঞপ্তি |
১২:৩০ এ.এম | ১৭ জানুয়ারী ২০২৬


পূজা পরিষদের সাবেক কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ খুলনা মহানগর শাখার আমৃত্যু সভাপতি, সাবেক কাউন্সিলর অমিয় সরকার গোরা এর ১০ম মৃত্যুবার্ষিকীতে আত্মার শান্তি কামনায় রূপসা মহাশশ্মান ও শশ্মানকালী মন্দিরে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান যুব ঐক্য পরিষদ ও ছাত্র ঐক্য পরিষদের উদ্যোগে স্মরণসভা ও প্রার্থনা শেষে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। 
স্মরণ সভায় নেতৃবৃন্দ বলেন, প্রয়াতদের আত্মার শান্তির মধ্য দিয়ে তারা যে অসা¤প্রদায়িক চেতনার বাংলাদেশ গড়ে তুলতে চেয়েছিলেন তা বাস্তবায়ন করতে হবে। সভায় মানবতার সেবায় যুব ও ছাত্র ঐক্য পরিষদের উদ্যোগে কম্বল বিতরণের উদ্যোগকে স্বাগত জানান। যুব ঐক্য পরিষদের খুলনা জেলা শাখার সভাপতি স্বপন কুমার রায়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অনিমেষ সরকার রিন্টুর সঞ্চালনায় স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক বিমান সাহা। প্রধান বক্তা ছিলেন সহ-সভাপতি রতন কুমার মিত্র। বিশেষ অতিথি ছিলেন হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের মহানগর সাংগঠনিক সম্পাদক প্রবীর কুমার রায়। ছাত্র যুব ঐক্য পরিষদের জেলা সাধারণ সম্পাদক অভিজিৎ সরকার রাহুল স্বাগত বক্তব্য রাখেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মন্দির কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক দুলাল সরকার, মহিলা বিষয়ক সম্পাদিকা সবিতা মজুমদার, যুব ঐক্য ও ছাত্র ঐক্যের সন্ধ্যা রানী বিশ্বাস, দ্বীপ মিস্ত্রি, অনুপ মুজদার তপু, শুভ মন্ডল, অর্ঘ্য মলি­ক, সৌরভ মন্ডল, অরিন্দম বৈদ্য, পূজা সরকার, মিঠু ঘোষ, সুব্রত হাজরা, জ্যোতি প্রকাশ পাইক, সঞ্চিতা বিশ্বাস, দুর্জয় কর্মকার, অরিন্দম বৈদ্য শিমুল দেবনাথ, জয় বিশ্বাস, দেবদাস ঠাকুর দীপ, ইমন বিশ্বাস প্রমুখ নেতৃবৃন্দ।