খুলনা | শনিবার | ১৭ জানুয়ারী ২০২৬ | ৪ মাঘ ১৪৩২

বিপিএমপিএ, খুলনা জেলা শাখার বার্ষিক মেডিকেল সম্মেলন সম্পন্ন

খবর বিজ্ঞপ্তি |
১২:৩২ এ.এম | ১৭ জানুয়ারী ২০২৬


বাংলাদেশ প্রাইভেট মেডিকেল প্র্যাক্টিশনার্স এসোসিয়েশন (বিপিএমপিএ), খুলনা জেলা শাখা আয়োজিত “Private Practitioners: Backbone of Community Health” এই প্রতিবাদ্য বিষয় নিয়ে ২২তম বার্ষিক খুলনা জেলা মেডিকেল সম্মেলন-২০২৬ শুক্রবার দিনব্যাপী নগরীর খুলনা ক্লাব লিমিটেডে অনুষ্ঠিত হয়। 
সংগঠনের সাধারণ সম্পাদক ডাঃ মোস্তফা কামাল এর সঞ্চানালয় সম্মেলনে সভাপতিত্ব করেন বিপিএমপিএ, খুলনা জেলা শাখার সভাপতি ডাঃ গাজী মিজানুর রহমান। সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড.  মোঃ রেজাউল করিম। বিশেষ অতিথি ছিলেন খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মেম্বর ডাঃ মোঃ রফিকুল হক বাবলু। সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন সম্মেলন আয়োজক কমিটির চেয়ারম্যান ও বিজ্ঞান বিষয়ক সম্পাদক ডাঃ কাজি হাফিজুর রহমান। ধন্যবাদ জ্ঞাপন করেন সম্মেলন আয়োজক কমিটির সদস্য সচিব ও বিপিএমপিএ, খুলনা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ডাঃ এম বি জামান। সম্মেলনে কার্যকরী পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম-সম্পাদক অধ্যাপক ডাঃ বঙ্গ কমল বসু। 
সম্মেলনে বিপিএমপিএ, খুলনা জেলা শাখা আজীবন সদস্য ও বিশিষ্ট চিকিৎসক ডাঃ মোঃ রফিকুল হক বাবলু, ডাঃ গৌতম রায় ও ডাঃ মোরশেদ আহমদকে “আজীবন সম্মাননা স্মারক-২০২৬” প্রদান করে সম্মানিত করা হয়। সম্মেলনে আগত চিকিৎসকদের মধ্যে আন্তরিকতাপূর্ণ পরিচয় ও পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়, তাদের পেশাগত মান উন্নয়ন ঘটাতে সহায়ক ভূমিকা রাখবে বলে আশা করা যায়। তিনটি বৈজ্ঞানিক অধিবেশনের মাধ্যমে আধুনিক চিকিৎসা বিজ্ঞানের বিভিন্ন নতুন উদ্ভাবিত তথ্য সমূহ উপস্থাপন করা হয়। এছাড়া বিভিন্ন জেলা হতে আগত স্বনামধন্য চিকিৎসকগণ চিকিৎসা ক্ষেত্রে তাদের অভিজ্ঞতা ও গবেষণা লদ্ধ বিভিন্ন তথ্য উপস্থাপন করেন। বৈজ্ঞানিক অধিবেশনের সার্বিক সহযোগিতায় ছিলেন সম্মেলন আয়োজক কমিটির চেয়ারম্যান ও সায়িন্টিফিক কমিটির আহবায়ক ও বিজ্ঞান বিষয়ক সম্পাদক ডাঃ কাজি হাফিজুর রহমান এবং গ্রন্থগার ও প্রকাশনা সম্পাদক ডাঃ মোঃ মাহমুদ হাসান লেনিন। সম্মেলনকে কেন্দ্র করে তথ্যবহুল ও আকর্ষণীয় ‘স্যুভিনির’ প্রকাশিত হয়। সম্মেলন শেষে সংক্ষিপ্তকারে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা পরিবেশিত হয় বিপিএমপিএ খুলনা শাখার সভাপতি, বাংলাদেশ বেতার, টেলিভিশনের শিল্পী, সুরকার, গীাতকার ও সংগীত পরিচালক ডাঃ গাজী মিজানুর রহমান সংগীত পরিবেশন করে সকলকে মুগ্ধ করেন। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের সঞ্চালনায়ে ছিলেন বিপিএমপিএ, খুলনা জেলা শাখার সাংস্কৃতিক সম্পাদক ডাঃ অপু লরেন্স বিশ্বাস ও ডাঃ আরিফা বেগম।