খুলনা | শনিবার | ১৭ জানুয়ারী ২০২৬ | ৪ মাঘ ১৪৩২

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও খ্রিস্টান স¤প্রদায়ের সঙ্গে মতবিনিময়

খবর বিজ্ঞপ্তি |
০১:২৪ এ.এম | ১৭ জানুয়ারী ২০২৬


বাংলাদেশের ইতিহাসে অনেক প্রধানমন্ত্রী এসেছেন। কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মতো এতো সম্মান ও মর্যাদা নিয়ে কেউ বিদায় নিতে পারেননি। এটাই ইতিহাস, এটাই দৃষ্টান্ত  উল্লেখ করে খুলনা-২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু বলেন, দল-মত, শ্রেণি-পেশা নির্বিশেষে সারাদেশের মানুষ বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর ভাবে শোকাহত হয়েছেন। লক্ষ-কোটি মানুষ তার মৃত্যুতে কেঁদেছেন এবং ইতিহাসের বৃহত্তম জানাজা অনুষ্ঠিত হয়েছে। মানুষকে ভালোবাসলে মানুষ ভালোবাসে, জনগণের জন্য কাজ করলে জনগণ ভালোবাসে এবং দেশের জন্য কাজ করলে দেশের মানুষ সম্মান জানায়। খালেদা জিয়ার সততা, দৃঢ় প্রতিজ্ঞা, আত্মত্যাগ, দেশপ্রেম বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে অম্লান। বাংলাদেশের ভালো থাকা নিশ্চিত করতে হলে তাঁর অবদানকে স্বীকৃতি দেয়া খুবই জরুরি।
শুক্রবার বাদ আসর ২৩ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ দলের আয়োজনে তালতলা প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা নাসির খানের সভাপতিত্বে এবং জাহাঙ্গীর হোসেনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা-২ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু। বাদ এশা ৩০ নম্বর ওয়ার্ডের দক্ষিণ টুটপাড়াস্থ খ্রিস্টান স¤প্রদায়ের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নজরুল ইসলাম মঞ্জু। বাদ মাগরিব তিনি খুলনা প্রেসক্লাব মিলনায়তনে জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক নেতৃবৃন্দ পরিষদের উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় শোকসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা-২ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু। অনুষ্ঠানে তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়া দেশ ও দেশের মানুষকে গভীর ভাবে ভালোবাসতেন। তিনি সব শ্রেণি-পেশা, ধর্ম-বর্ণ ও রাজনৈতিক বিশ্বাসের মানুষের জন্য স্থায়ী কল্যাণ নিশ্চিত করতে কাজ করেছেন। দেশে আবার স্বাধীনতা-সার্বভৌমত্বের সুরক্ষা ও বহুদলীয় গণতন্ত্রের পুনরুজ্জীবনের প্রত্যাশা জেগে উঠেছে। শহীদদের আত্মত্যাগের প্রতি প্রকৃত সম্মান জানাতে হলে সবাইকে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে হবে।
সকল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৈয়দা নার্গিস আলী, অধ্যাপক আরিফুজ্জামান অপু, আনোয়ার হোসেন, শের আলম সান্টু, মাহবুব হাসান পিয়ারু, ইউসুফ হারুন মজনু, একরামুল হক হেলাল, এড. সরফরাজ হিরো, রফিকুল ইসলাম বাবু, রবিউল ইসলাম রবি, মেজবাহ উদ্দিন মিজু, আসলাম হোসেন, জামাল মোড়ল, নুরুল ইসলাম লিটন, আলম হাওলাদার, আসাদুজ্জামান বাবু, ইফতেকার বাবু, মাজেদা খাতুন, রোকেয়া ফারুক, সমির সাহা, মোল্লা হাফিজুর রহমান রাজু, মোস্তাফিজুর রহমান মিলন, মোল্লা আলী আহমেদ, তৌহিদুল ইসলাম বাবু, সাব্বির হোসেন, মাসুদ খান বাদল, সাখাওয়াত হোসেন, আবু তালেব, আকবার হোসেন, শহিদ হোসেন, আব্দুর রব, আতাউল করিম, ফিরোজ আহমেদ, আফসার উদ্দিন রতন, নাজিম উদ্দিন, ইসমত আরা কাকন, সুলতানা পারভীন, বিউটি আক্তার, রোমনা আক্তার, সাহানা রহমান, কাকলী খানসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের এবং এলাকার সাধারণ জনগণ।