খুলনা | শনিবার | ১৭ জানুয়ারী ২০২৬ | ৪ মাঘ ১৪৩২

আমরা খুলনাবাসীর সভায় বক্তারা

বিশ্ব ঐতিহ্য সুন্দরবন এখন চোরা শিকারীদের অবাধ বিচরণ ক্ষেত্রে পরিণত হয়েছে

খবর বিজ্ঞপ্তি |
০১:২৬ এ.এম | ১৭ জানুয়ারী ২০২৬


পৃথিবীর শ্রেষ্ঠ ম্যানগ্রোভ সুন্দরবন ও তার সকল প্রাণিকুল রক্ষার দাবিতে শুক্রবার বিকেলে বৃহত্তর আমরা খুলনাবাসীর কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয়। সংগঠন সভাপতি ডাঃ মোঃ নাসির উদ্দিনের সভাপতিত্বে এবং মোঃ জামাল মোড়লের পরিচালনায় সভায় বক্তারা বলেন সুন্দর বন শুধু পৃথিবীর শ্রেষ্ঠ ম্যানগ্রোভই নয়, প্রকৃতির এক অপূর্ব নিদর্শন এই সুন্দর বন। অথচ পূর্ব সুন্দর বিভাগের শরণখোলা রেঞ্জের অন্যতম কটকা পর্যটন কেন্দ্রের বনাঞ্চল দীর্ঘদিন ধরে ক্রমান্বয়ে বঙ্গোপসাগরের ভাঙনের কবলে। গত দুই বছরে কটকার বন রক্ষাকারীদের দুইটি ব্যারাক, একটি রেস্ট হাউস, পাকা স্থাপনা, রাস্তা ও গাছপালা সাগরে বিলীন হয়ে গেছে। কয়েক বার স্টাফ ব্যারাক সরাতে হয়েছে। বর্তমানে সাগর বনের অতি কাছে চলে এসেছে। এমনকি আগামী বর্ষা মৌসুমে এখন বিদ্যমান ব্যারাক, অফিস, রেস্ট হাউস সাগরে চলে যেতে পারে। কটকার আকর্ষণ জামতলার সী-বীচ তার জৌলুস হারিয়ে কাদায় পরিণত হওয়ায় হাঁটার জায়গা না থাকায় পর্যটকদের আনন্দ ম্লান হচ্ছে। 
বক্তারা আরও বলেন, বিশ্ব ঐতিহ্য সুন্দরবন এখন চোরা শিকারীদের অবাধ বিচরণ ক্ষেত্রে পরিণত হয়েছে। বন জুড়ে পাতা হচ্ছে হরিণ শিকারের অবৈধ ফাঁদ। এসব ফাঁদে শুধু হরিণই নয় বিভিন্ন প্রজাতির বন্য প্রাণী ফাঁদ দিয়ে আটক করে পাচার করছে। ২ জানুয়ারি সুন্দরবনে হরিণ শিকারের ফাঁদে একটি রয়েল বেঙ্গল টাইগার আটকা পড়ে। বাঘ ফাঁদে আটকা পড়ায় শুধু মাত্র সুন্দরবন রক্ষাই ক্ষতিগ্রস্ত হচ্ছে না তা নয়, নিরাপত্তা ও হুমকির মধ্যে থাকছে। শুধুমাত্র গত বছর ২০২৫ সালে সুন্দর বন থেকে উদ্ধার করা হয় ১ হাজার ৬৩০ কেজি হরিণের গোস্ত। এটাই প্রমাণ করে উদ্ধার না হওয়া হরিণের মাংস আরও কয়েক গুণ বেশি হতে পারে। এই সুন্দরবন আমাদের প্রাকৃতিক ঝড়-ঝামটা, জলোচ্ছ¡াস হতে রক্ষা করলেও কতিপয় অসাধু কর্মকর্তা ও কর্মচারীদের যোগসাজসে দুর্বৃত্তরা বিভিন্ন প্রজাতির গাছ কেটে ও বিভিন্ন প্রজাতির জীব জন্তু ফাঁদ দিয়ে ধরে সাবাড় করে দেওয়ায়/পাচার করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে নেতৃবৃন্দ বলেন এখনই সময় সুন্দরবনের ভাঙন ঠেকাতে কংক্রিটের ব্ল¬ক ফেলে রক্ষা করা, দুর্বৃত্ত ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে আরও কঠিন শাস্তির ব্যবস্থা করা।
এছাড়া সুন্দরবনের সকল প্রাণীর চিকিৎসার জন্য একটি পশু হাসপাতাল স্থাপনের জন্য সরকারের সংশ্লি¬ষ্ট কর্তৃপক্ষের প্রতি আহŸান জানিয়ে বক্তৃতা করেন বৃহত্তর আমরা খুলনাবাসীর সহ-সভাপতি মোঃ সিরাজ উদ্দিন সেন্টু মোঃ কামরুল ইসলাম কামু, জি এম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান খোকন, মোঃ কামরুল ইসলাম ভুট্টো, সাংগঠনিক মোঃ সাকিল আহমেদ রাজা, মোঃ খায়রুল আলম, মোঃ সবুজুল ইসলাম,  মোঃ জাহাঙ্গীর চৌধুরী টিপু, তালুকদার মোঃ হেলালুজ্জামান, খন্দকার তৈয়েবুল ইসলাম টিম, মোঃ মনিরুজ্জামান মিলন, লিটন মিত্র, মোঃ মামুন অর রশিদ,  সৈয়দ বদুজ্জামান বদু, মোঃ মেজবাহ উদ্দিন পাপ্পু,  মোঃ রেজওয়ান হোসেন, মোঃ আবু বক্কার, মোঃ আজমল হোসেন প্রমুখ।