খুলনা | রবিবার | ১৮ জানুয়ারী ২০২৬ | ৫ মাঘ ১৪৩২

লিটন স্মৃতি সংসদের বিশেষ সাধারণ সভা

ক্লাবের নতুন নাম মনসুর-লিটন স্মৃতি সংসদ

খবর বিজ্ঞপ্তি |
১২:০৯ এ.এম | ১৮ জানুয়ারী ২০২৬


নগরীর রায়পাড়া রোডস্থ লিটন স্মৃতি সংসদের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার রাত ৮টায় ক্লাবের নিজস্ব মিলনায়তনে ক্লাবের সভাপতি শেখ আশরাফ উজ জামান এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ ফরিদ উদ্দিন আহমেদ খোকনের পরিচালনায় এ বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সভার শুরুতে ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি কাজী মনসুর আহমেদ এর মৃত্যুতে শোক প্রকাশ করে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। সভায় প্রতিষ্ঠাতা সভাপতি কাজী মনসুর আহমেদ এর মৃত্যুতে তাকে স্মরণীয় করার উদ্দেশ্যে ক্লাবের বর্তমান নাম লিটন স্মৃতি সংসদকে মনসুর-লিটন স্মৃতি সংসদ করার সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহিত হয়। এছাড়া ফেব্র“য়ারি মাসে বার্ষিক আন্তঃকক্ষ ক্রীড়া, নতুন সদস্য সংগ্রহ, ফেডারেশন আয়োজিত বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ ও এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং বিভিন্ন সামাজিক কর্মকান্ডের অয়োজন করার সিদ্ধান্ত গৃহিত হয়। সভায় ক্লাবের সকল সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।