খুলনা | রবিবার | ১৮ জানুয়ারী ২০২৬ | ৫ মাঘ ১৪৩২

কমরেড আফগান বেঁচে থাকবেন জনগণের সার্বিক মুক্তির সংগ্রামে : আলোচকবৃন্দ

খবর বিজ্ঞপ্তি |
১২:৩৪ এ.এম | ১৮ জানুয়ারী ২০২৬


শ্রমিক শ্রেণির বন্ধু, আজীবন সংগ্রামী, গণতান্ত্রিক বিপ্লবী জোট এবং বাঙলাদেশ লেখক শিবির-এর কেন্দ্রীয় নেতা, ঘাতক-দালাল নির্মূল কমিটি এবং ফ্যাসিবাদ ও সাম্রাজ্যবাদ বিরোধী কমিটির খুলনা অঞ্চলের আহŸায়ক কমরেড আবদুল হামিদ আফগানের ২৫তম মৃত্যুবার্ষিকীতে গতকাল শনিবার বিকেল ৫টায় সংগঠন কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 
সুভাষ সাহার সভাপতিত্বে কমরেড আবদুল হামিদ আফগান ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতি শীর্ষক আলোচনা সভায় বক্তৃতা করেন বরকত আলী, এম হুমায়ুন কবির, শামীম আহমেদ, আনন্দ সুন্দর প্রমুখ।
আলোচকবৃন্দ বলেন, মেহনতী মানুষের বন্ধু কমরেড আফগান শ্রমজীবী মানুষের গণতান্ত্রিক এবং ন্যায়সঙ্গত আন্দোলন সংগ্রামে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতেন। কমরেড আফগান বেঁচে থাকবেন জনগণের সার্বিক মুক্তির সংগ্রামে। তাঁরা বলেন, বর্তমান সরকারের পুলিশ এবং প্রশাসনের দুর্বলতায় উগ্র ধর্মীয় মৌলবাদ কর্তৃক ফ্যাসিবাদী কায়দায় বিভিন্ন মাজার, বাউল স¤প্রদায়, সাংস্কৃতিক সংগঠনের কার্যালয়, পত্রিকা অফিস ও নারীদের উপর মবের নামে হামলা এবং অগ্নিসংযোগ করা হয়েছে। ভুয়া ধর্ম অবমাননার নামে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলা, হত্যা এবং অগ্নিসংযোগ করা হয়েছে।