খুলনা | রবিবার | ১৮ জানুয়ারী ২০২৬ | ৫ মাঘ ১৪৩২

সিভিল সোসাইটির কর্মপরিকল্পনা সভায় বক্তারা

আইনশৃঙ্খলার অবনতির কারণে মানুষ আজ নিরাপত্তাহীনতায়

খবর বিজ্ঞপ্তি |
০১:৩৯ এ.এম | ১৮ জানুয়ারী ২০২৬


আইনশৃঙ্খলার অবনতির কারণে মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। বাড়ছে নানা সংকট। এতে নিরীহ মানুষ হয়রানির শিকার হচ্ছেন। নগর ও জেলায় একাধিক হত্যাকান্ড ঘটেছে। ছিনতাই, চুরি, মাদক ব্যবসা, অস্ত্রের মহড়া ও নানা অরাজকতা বেড়েছে। প্রশাসনের কাছে অপরাধীদের তালিকা থাকা সত্তে¡ও তাদের গ্রেফতার না করা এবং ঘটনাপরবর্তী তদন্তে অব্যবস্থাপনার কারণে জনগণ হতাশ হয়ে পড়েছে। আইনশৃঙ্খলার অবনতির ফলে আতঙ্কে ভুগছেন নগরবাসী। এভাবে বললেন সিভিল সোসাইটি কর্ম পরিকল্পনা সভায় নাগরিক নেতৃবৃন্দ।
গতকাল শনিবার দুপুর ১২টায় খুলনা সিভিল সোসাইটির উদ্যোগে সংগঠনের কার্যালয়ে খুলনা উন্নয়নে আমাদের করণীয় বিষয়ক কর্মপরিকল্পসা সভা অনুষ্টিত হয়। সংগঠনের আহবায়ক এস এম শাহনওয়াজ আলীর সভাপতিত্বে ও সদস্য সচিব মহেন্দ্রনাথ সেনের পরিচালনায় বক্তৃতা করেন বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার এড. মোমিনুল ইসলাম, সরদার আবু তাহের, চ্যানেল নাইনের বিভাগীয় প্রতিনিধি সুনীল দাস, নারী নেত্রী নূরুল নাহার হীরা, কৃষ্ণা দাশ, জুলাই আন্দোলনের নেতা জয় বৈদ্য প্রমুখ।