খুলনা | রবিবার | ১৮ জানুয়ারী ২০২৬ | ৫ মাঘ ১৪৩২

সাতক্ষীরা-৩ আসনের হলফনামা : ২৮ মামলার আসামি জামায়াতের প্রার্থী

স্বতন্ত্র প্রার্থীর বার্ষিক আয় ৩৫ লাখ টাকা, স্থাবর সম্পত্তি নেই বিএনপি প্রার্থীর

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা |
০১:৪১ এ.এম | ১৮ জানুয়ারী ২০২৬


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালিগঞ্জ) আসনে  মোট ৫ জন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করছেন। কিন্ত শেষ পর্যন্ত নির্বাচনী মাঠে মূল প্রতিদ্ব›িদ্বতায় টিকে আছেন বিএনপি মনোনিত প্রার্থী কাজী আলাউদ্দীন, বাংলাদেশ জামায়াত ইসলামীর প্রার্থী হাফেজ মুহাঃ রবিউল বাশার ও বিএনপি’র বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী ডাঃ মো. শহিদুল আলম। প্রার্থীরা মনোনয়নপত্র দাখিলের সময় প্রার্থীরা রির্টানিং কর্মকর্তার কাছে জমা দিয়েছেন তাদের হলফনামা।
হলফনামা পর্যালোচনা করে দেখা গেছে সাতক্ষীরা-৩ আসনে বিএনপি মনোনিত প্রার্থী কাজী আলাউদ্দীনের অস্থাবর সম্পদ বলতে নগদ অর্থ আছে ৩ লাখ ও ব্যাংকে জমা আছে মাত্র ২০ হাজার টাকা। এছাড়া ১০ তোলা স্বর্ণের মালিক তিনি। তার কোন স্থাবর সম্পদ নেই। ব্যবসা থেকে তার মাসক আয় ৬ লাখ ২০ হাজার টাকা। তবে স্ত্রী মিসেস ফাতিমা বেগমের নামে ব্যাংকে ২ লাখ টাকা, ১০ তোলা ওজনের স্বর্ণের গহনা ও  এক লাখ ২০ হাজার টাকার ইলেকট্রনিক পণ্য রয়েছে। স্ত্রীর অস্থাবর সম্পদের বর্তমান বাজার মূল্য ২০ লাখ ২০ হাজার টাকা। স্ত্রীর নামে স্থাবর সম্পদের মধ্যে ৩ একর কৃষি জমি ও  ২টি ফ্লাট রয়েছে। যার বর্তমান বাজার মূল্য ৭ কোটি ৬৩ লাখ টাকা। তবে বড় ছেলের নামে ৪টি ফ্লাট ও ২৪ ডেসিমেল জমি, ছোট ছেলের নামে ৬টি ফ্লাট ও ৯.৮৬ একর জমি ও মেয়ের নামে ৪টি ফ্লাট ও ২.৪৭৫ ডেসিমেল জমি রয়েছে বলে তিনি হলফনামায় উলে­খ করেছেন।
এদিকে জামায়াত ইসলামীর প্রার্থী হাফেজ মুহা রবিউল বাশার-এর বার্ষিক আয় ৬ লাখ ১ হাজার ৫১২ টাকা। এর মধ্যে কৃষিখাত থেকে ৮৬ হাজার ৪শ’, ব্যাংক লভ্যাংশ থেকে ৫১ হাজার ৬২৬ টাকা ও মাদ্রাসায় চাকুরি বেতন ভাতা থেকে ৪ লাখ ৬৩ হাজার ৪৮৬ টাকা। তার অস্থাবর সম্পদ রয়েছে ৩১ লাখ ২২ হাজার ৬৯০ টাকার। এর মধ্যে নগদ অর্থ রয়েছে ১৩ লাখ ৭১ হাজার ৩৩০ টাকা। ব্যাংকে এফডিআর আছে ৫ লাখ ৮৯ হাজার ৬৩ টাকার। তিনটি ব্যাংক একাউন্টে জমা আছে ৮২ হাজার ২৯৭ টাকা। একটি গাড়ি আছে যার ম্যল্য ৮ লাখ ৫০ হাজার। তবে স্থাবর সম্পদ বলতে তিনি ৩ একর কৃষি জমি ও যৌথ মালিকনায় ২০ বিঘার অংশ হিসাবে ১২৮.০০ শতক এবং ০২.০০ অকৃষি জমির মালিক। বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সময় তার নামে ২৫টি মামলা দায়ের করা হয়। এর মধ্যে ২টি মামলা চলমান রয়েছে। বাকী সব মামলা প্রত্যাহার করা হয়েছে। 
অন্যদিকে বিএনপি’র বিদ্রোহী প্রার্থী ডাঃ মোঃ শহিদুল ইসলাম অস্থাবর ও স্থাবর সম্পদের পরিমাণ ২ কেটি ৫০ লাখ টাকা। এর মধ্যে অস্থাবর সম্পদ এক কোটি ৫০ লাখ টাকার ও স্থাবর সম্পদ রয়েছে এক কোটি টাকা মূল্যের। অস্থাবর সম্পদের মধ্যে নগদ অর্থ আছে ৩৫ হাজার ১১৮ টাকা। ব্যাংকে জমা আছে ৩৮ লাখ ৭০হাজার ৮৭ টাকা। কোম্পানির শেয়ার আছে ২৫ লাখ ৯৪ হাজার ৫৪ টাকার। ২৬ লাখ টাকা মূল্যের একটি গাড়ি ও ২০ তোলা ওজনের স্বর্ণের গহনা রয়েছে তার। স্থাবর সম্পদের মধ্যে পৈতৃক সূত্রে প্রাপ্ত ১৩৪.৫২ শতক কৃষি জমি, বসত বাড়িসহ ২৫ শতক অকৃষি জমি, যার বর্তমান মূল্য এক কোটি টাকা।
ডাঃ শহিদুল আলমের বার্ষিক আয় ৩৫ লাখ ৫ হাজার ৮৩১ টাকা। এর মধ্যে কৃষিখাত থেকে এক লাখ ৫০ হাজার, শেয়ার ক্রয় বিক্রি থেকে ৪ লাখ ৪ হাজার ৪৯৬ টাকা, চিকিৎসা পেশা থেকে ১৩ লাখ, ৫৭ হাজার ১৬৭ টাকা, জমি ক্রয় বিক্রি থেকে ১৫ লাখ ৭৪ হাজার ৯৩ টাকা এবং ব্যাংক সুদ থেকে ২০ হাজার ৭৫ টাকা আয় করেন তিনি। তবে ডাঃ শহিদুল আলমের স্ত্রী জাহান আফরোজ এর বার্ষিক আয় ১৭ লাখ ৪৪ হাজার ৬১৬ টাকা। এছাড়া স্ত্রীর পৈতৃক সূত্রে ও মায়ের কাছ থেকে দানপত্র সূত্রে পাওয়া ৫টি ফ্লাট এবং ৭২ ভরি ওজনের স্বর্ণের গহনাসহ মোট ৭ কোটি ৮০ লাখ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ রয়েছে বলে হলফনামায় উলে­খ করেছেন ডাঃ শহিদুল আলম।  
প্রসঙ্গত, সাতক্ষীরা-৩ আসনে ৮ জন প্রার্থী মনোনয়ন জমা দেন। বাছাইকালে ৪ জনের মনোনয়নয়বধ ঘোষণা করেন জেলা রিটানিং কর্মকর্তা। এছাড়া ১% ভোটার সঠিক না হওয়ায় বিএনপি’র বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র) ডাঃ শহিদুল আলম, আসাফুদৌলা, আসলাম আল মেহেদী ও হাতপাখার ওয়ায়েজ কুরুনীর মনোনয়নপত্র বাতিল করেন জেলা রিটানিং কর্মকর্তা। পরবর্তীতে নির্বাচন কমিশনে আপিল করে প্রার্থীতা ফিরে পান স্বতন্ত্র প্রার্থী ডাঃ শহিদুল আলম। এই আসনে বর্তমান প্রার্থীরা হলেন, বিএনপি’র কাজী আলাউদ্দীন, জামায়াত ইসলামীর হাফেজ মুহাঃ রবিউল বাশার, জাতীয় পার্টির মোঃ আলিফ হোসেন, বাংলাদেশ মাইনরটি জনতা পাটি-বিএমজেপি’র রুবেল হোসেন এবং স্বতন্ত্র প্রার্থী ডাঃ মোঃ শহিদুল আলম।