খুলনা | মঙ্গলবার | ২০ জানুয়ারী ২০২৬ | ৬ মাঘ ১৪৩২

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ছিলেন আপামর গণমানুষের নেত্রী : আজিজুল বারী হেলাল

খবর বিজ্ঞপ্তি |
০১:৩৮ এ.এম | ১৯ জানুয়ারী ২০২৬


খুলনা-৪ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ও বিএনপি’র তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন আপামর গণমানুষের নেত্রী। তিনি তার পুরো রাজনৈতিক জীবনে খেটে খাওয়া মানুষ, কৃষক, শ্রমিক, নারী ও শিশুদের কল্যাণে কাজ করে গেছেন। তিনি বলেন, বেগম খালেদা জিয়া দেশের প্রথম নারী ও শিশু মন্ত্রণালয় চালু করেন। পাশাপাশি বিধবা ভাতা, বয়স্ক ভাতা, রেশন কার্ড চালু করে সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়িয়েছিলেন। গরীব ও মেধাবী শিক্ষার্থীদের কথা চিন্তা করে তিনি দশম শ্রেণি পর্যন্ত স্কুলের বেতন সম্পূর্ণ ফ্রি করেছিলেন, যা শিক্ষাক্ষেত্রে এক যুগান্তকারী পদক্ষেপ। তাই তার আদর্শে অনুপ্রাণিত হয়ে আগামী দিনে বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে অসহায় ও হতদরিদ্র মানুষের জন্য পারিবারিক কার্ড, কৃষক কার্ড ও স্বাস্থ্য কার্ড বিতরণ করা হবে। এর মাধ্যমে সাধারণ মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় রাষ্ট্রীয় সহায়তা পাবে।
তিনি গতকাল রোববার খুলনার দিঘলিয়া উপজেলার কাটালি পাড়ায় বিএনপি নেতা সৈয়দ গোলাম আলীর উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি’র সাবেক চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিল ও স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এছাড়াও সন্ধ্যায় তিনি দিঘলিয়া উপজেলার ব্রহ্মগাতীতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
তিনি আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনাদেরই সিদ্ধান্ত নিতে হবে আমাদের নেতা কে হবেন। যিনি নেতা হবেন, তাঁর দিঘলিয়ার উন্নয়ন ও উৎপাদনে কার্যকর ভূমিকা রাখার সক্ষমতা থাকতে হবে। সমাজ থেকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদককে চিরতরে নির্মূল করার দৃঢ়তা থাকতে হবে। আপনারা জানেন, আমরা প্রশাসনের কাছে স্পষ্টভাবে বলেছি অপরাধী যেই হোক, যে দলেরই হোক, তাকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। কোনো অপরাধীকেই ছাড় দেওয়া যাবে। 
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক খান জুলফিকার আলি জুলু, অধ্যাপক মনিরুল হক বাবুল, উপজেলা বিএনপি’র সভাপতি মোল্লা সাইফুর রহমান মিন্টু, বিএনপি নেতা রকিব মল্লিক, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আতাউর রহমান রনু, জেলা মহিলা দলের সভাপতি সেতারা সুলতানা, বিএনপি নেতা মোজাম্মেল শরিফ, নাজমুল মোল্লা, মনির মোল্লা, রেজাউল ইসলাম রেজা, মোঃ রয়েল, হাসিবুর রহমান সাদ্দাম, কুদরতি ইলাহি স্পিকার, আব্দুল কাদের জনি, মনিরুল গাজী, টুটুল, হিমেল গাজী, মেহেদি, রফিকুল ইসলাম বাবু, কামাল হোসেন প্রমুখ।