খুলনা | বৃহস্পতিবার | ২২ জানুয়ারী ২০২৬ | ৯ মাঘ ১৪৩২

বাড়ি ফেরার পথে কালীগঞ্জে শিবির নেতা হুসাইনের ওপর সন্ত্রাসী হামলা

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি |
১২:১৭ এ.এম | ২২ জানুয়ারী ২০২৬


ঝিনাইদহের কালীগঞ্জে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের এম ইউ কলেজ শাখার সভাপতি ও জুলাই আন্দোলনের যোদ্ধা হুসাইন আহম্মেদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। গুরুতর আহত অবস্থায় তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
গত মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে বাড়ি ফেরার সময় ছালাভরা নামক স্থানে এ হামলার ঘটনা ঘটে। হুসাইন আহম্মেদ জুলাই আন্দোলনে কালীগঞ্জ উপজেলার সমন্বয়কের দায়িত্ব পালন করছিলেন। হাসপাতালে চিকিৎসাধীন হুসাইনের স্বজনরা জানান, ঘটনার দিন রাত ১২টার দিকে বাজারের কাজ শেষে মোটরসাইকেলযোগে তিনি বাড়ি ফিরছিলেন। কালীগঞ্জ-ঝিনাইদহ সড়কের ছালাভরা এলাকায় পৌঁছালে পূর্ব থেকে ওত পেতে থাকা একদল সন্ত্রাসী তার গতিরোধ করে। পরে দেশীয় অস্ত্র, লাঠিসোঁটা নিয়ে হুসাইনের ওপর অতর্কিত হামলা চালায়।
সন্ত্রাসীদের মারধরে প্রাণ বাঁচাতে হুসাইন তাদের হাত থেকে ছুটে পাশের কয়ারগাছী গ্রামের মাঠে আশ্রয় নেন। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রেজা সেকেন্দার জানান, হামলার শিকার হুসাইন আহম্মেদের চিকিৎসা চলছে। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জেল­াল হোসেন জানান, হামলার বিষয়টি তিনি শুনেছেন তবে এ ঘটনায় এখনো পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।