খুলনা | সোমবার | ২৬ জানুয়ারী ২০২৬ | ১৩ মাঘ ১৪৩২

খুলনার ২, ৩ ও ৫ আসনে ধানের শীষের পক্ষে সাবেক ছাত্রদল নেতৃবৃন্দের গণসংযোগ

নিজস্ব প্রতিবেদক |
০১:৪৩ এ.এম | ২৬ জানুয়ারী ২০২৬


খুলনা-৩ আসনে ধানের শীষের প্রার্থী ও বিএনপি’র কেন্দ্রীয় কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুলের পক্ষে সাবেক ভিপি তরিকুল ইসলাম জহিরের নেতৃত্বে বেলা ১১টায় খানজাহান থানাধীন যোগিপোল ইউনিয়নে গণসংযোগ করেন সাবেক ছাত্রদল নেতৃবৃন্দ।  এরপর বিকেলে খুলনা-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী নজরুল ইসলাম মঞ্জুর মিছিলে অংশগ্রহণ করেন। পরে সন্ধ্যায় আফিলগেট এলাকায় খুলনা-৫ আসনে ধানের শীষের প্রার্থী আলী আসগর লবির সমর্থনে সমাবেশে অংশগ্রহণ করনে। 
সমাবেশে প্রধান অতিথি ছিলেন খানজাহান আলী থানা বিএনপি’র সাবেক সভাপতি মীর কায়ছেদ আলী। প্রধান বক্তা ছিলেন সাবেক ভিপি তরিকুল ইসলাম জহির। এ সময় উপস্থিত ছিলেন সাবেক ভিপি মোঃ মহিউদ্দিন, সাবেক ভিপি মোঃ শহীদ, সাবেক ছাত্রনেতা আল জামাল ভূঁইয়া, মোঃ রফিকুল বাবু, হাসানুল ইসলাম নিক, জসীম উদ্দিন লাবু, খোরশেদ জাহান রানা, সাগর খান, ফুয়াদ লিটনসহ সাবেক ছাত্রদল নেতৃবৃন্দ।