খুলনা | সোমবার | ২৬ জানুয়ারী ২০২৬ | ১৩ মাঘ ১৪৩২

খান-এ-সবুর রোডের নামকরন পুনঃ দাবি আজাদী কালচারাল সেন্টারের

খবর বিজ্ঞপ্তি |
০১:৪৬ এ.এম | ২৬ জানুয়ারী ২০২৬


খুলনার কৃতি সন্তান উপমহাদেশের কিংবদন্তী মরহুম খান-এ-সবুরের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নগরীতে ডিবেটিং সোসাইটি মিলনায়তনে দোয়া ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়, গতকাল রোববার। 
ফয়জুল্লাহ সাকিলের সভাপতিত্বে জুলাই যোদ্ধা ও সর্বস্তরের উপস্থিতিতে প্রধান অতিথি ছিলেন আজাদবার্তা সম্পাদক এড. এম মাফতুন আহমেদ। বক্তৃতা করেন নজরুল গবেষক এ এইচ এম জামাল উদ্দিন, বিশিষ্ট রাজনীতিক সিরাজ উদ্দিন সেন্টু, এমএম হাসান, সাংবাদিক এস এম জসিম উদ্দিন প্রমুখ। 
প্রধান অতিথি তার বক্তৃতায় খান-এ-সবুরের বহুমাত্রিক প্রতিভার নানা দিক তুলে ধরেন। তিনি লোয়ার যশোর রোড নাম পরিবর্তন করে অবিলম্বে পুনরায় ‘খান-এ-সবুর রোড’ নামকরনে প্রশাসনসহ সর্বস্তরের প্রতি আহবান জানান।