খুলনা | মঙ্গলবার | ২৭ জানুয়ারী ২০২৬ | ১৪ মাঘ ১৪৩২

সুস্থতা কামনা খুলনার নেতৃবৃন্দের

জেলা বিএনপি নেতা অসিত কুমার সাহা অসুস্থ

খবর বিজ্ঞপ্তি |
১২:৫৪ এ.এম | ২৭ জানুয়ারী ২০২৬


খুলনা জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক, দাকোপ উপজেলা বিএনপি’র সাবেক আহবায়ক অসিত কুমার সাহা গুরুতর অসুস্থ হয়ে নগরীর বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার আশু সুস্থতা কামনা করেছেন বিএনপি’র নেতৃবৃন্দ।
বিবৃতিদাতারা হলেন কেন্দ্রীয় বিএনপি’র তথ্য বিষয়ক সম্পাদক ও খুলনা-৪ আসনে ধানের শীষের প্রার্থী আজিজুল বারী হেলাল, ছাত্রবিষয়ক সম্পাদক  ও খুলনা-৩ আসনে ধানের শীষের প্রার্থী রকিবুল ইসলাম বকুল, মহানগর বিএনপি’র সভাপতি এড. শফিকুল আলম মনা, জেলা বিএনপি’র আহবায়ক মো. মনিরুজ্জামান মন্টু, মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, জেলা বিএনপি’র সদস্য সচিব (ভারপ্রাপ্ত) ও খুলনা-৬ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী এস এম মনিরুল হাসান বাপ্পী প্রমুখ।
অনুরূপভাবে পৃথক বিবৃতিতে বিএনপি নেতা অসিত কুমার সাহার সুস্থতা কামনা করেছেন খুলনা-২ আসনে ধানের শীষের প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু, খুলনা-৫ আসনে ধানের শীষের প্রার্থী আলী আসগর লবী, খুলনা-১ আসনে ধানের শীষের প্রার্থী আমীর এজাজ খান।