খুলনা | বুধবার | ২৮ জানুয়ারী ২০২৬ | ১৫ মাঘ ১৪৩২

রূপসায় দোয়ায় খুলনা-৪ আসনে ধানের শীষ প্রার্থী হেলাল

বিএনপি সরকার গঠন করলে খুলনা অঞ্চলের মৎস্য শিল্পের হারানো প্রাণচাঞ্চল্য ফিরিয়ে আনা হবে

রূপসা প্রতিনিধি |
০১:৫৭ এ.এম | ২৮ জানুয়ারী ২০২৬


খুলনা-৪ আসনে ধানের শীষ প্রার্থী ও বিএনপি’র তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, রূপসা, তেরখাদা ও দিঘলিয়া মৎস্য সম্পদে সমৃদ্ধ একটি সম্ভাবনাময় এলাকা। এই অঞ্চলের নদী, খাল ও জলাশয়কে সঠিকভাবে কাজে লাগাতে পারলে খুলনা-৪ আসনকে দেশের অন্যতম প্রধান মৎস্য উৎপাদন কেন্দ্রে রূপান্তর করা সম্ভব।
তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের ভোটে বিএনপি সরকার গঠন করতে পারলে খুলনা-৪ এর মৎস্য খাতকে আধুনিক ও টেকসই শিল্পে রূপান্তর করাই হবে আমার অন্যতম অগ্রাধিকার। মৎস্য শিল্প আমাদের অর্থনীতির একটি প্রধান চালিকাশক্তি। এই শিল্পকে কোনোভাবেই অবহেলা কিংবা ধ্বংস হতে দেওয়া যাবে না। অসাধু ব্যবসায়ীদের হাত থেকে মৎস্য শিল্পকে উদ্ধার করে উৎপাদন বহুগুণে বাড়াতে হবে। আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে মানসম্মত মাছ উৎপাদনের দিকে আমাদের এগিয়ে যেতে হবে।
তিনি মঙ্গলবার সকালে রূপসা উপজেলার চর রূপসা এলাকায় বাংলাদেশ ফ্রোজেন ফুডস এক্সপোর্টস এসোসিয়েশন খুলনা অঞ্চল আয়োজিত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন বিএফএফইএ সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোঃ তরিকুল ইসলাম জহির।
পরে রহিমনগর ও জাবুসা এলাকায় নির্বাচনী আলোচনা সভায় আজিজুল বারী হেলাল বলেন, রূপসাকে শান্তির উপজেলা হিসেবে গড়ে তুলব। বিএনপি কখনো চাঁদাবাজ, সন্ত্রাসী ও মাদক কারবারিকে প্রশ্রয় দেয় না এবং প্রতিহিংসার রাজনীতিও করে না। অতীতে আপনাদের ওপর কেউ আঘাত করলে তাকে ক্ষমা করতে হবে, ক্ষমার মতো মহৎ গুণ আর কিছু নেই। আপনাদের ভালোবাসা ও সমর্থন নিয়ে আমি খুলনা-৪ কে একটি শান্তিপূর্ণ, সমৃদ্ধ ও উন্নত জনপদ হিসেবে গড়ে তুলবো এবং এলাকার উন্নয়ন ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় আপসহীন ভূমিকা পালন করবো।
বিএফএফইএ এর ভাইস প্রেসিডেন্ট শেখ কামরুল আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন খুলনা জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক মোল্লা খায়রুল ইসলাম, জিএম কামরুজ্জামান টুকু, এনামুল হক সজল, জেলা বিএনপি’র সদস্য শেখ আঃ রশিদ, রূপসা উপজেলা বিএনপি’র আহবায়ক মোল্লা সাইফুর রহমান, জেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক আতাউর রহমান রুনু, ডিএফএফই এর ডাইরেক্টর শফিউল্লাহ খান মিলন, এ্যাপেলো সী ফুডের এমডি আইনুল ইসলাম, ইন্টারন্যাশনাল সী ফুডের ডাইরেক্টর নুরুল ইসলাম, জেমিনি সী ফুডের জিএম মাহমুদ রিয়াদ, ফ্রেস ফুড লিমিটেডের জিএম মোঃ শফিকুর রহমান, সালাম সী ফুডের রিসিভ ইনচার্জ আবু হানিফ মলি¬ক, রুমেজো ফুড লিমিটেডের নাজমুল হুদা চৌধুরী এবং খুলনা জেলা বিএনপি’র সদস্য রিয়াজুল ইসলাম। অনুষ্ঠানে দোয়া মোনাজাত পরিচালনা করেন মুফতি আবুল হাসান হামেদি।
বিকেলে তিনি খুলনা জেলা কৃষকদল আয়োজিত রহিমনগর এলাকায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও নির্বাচনী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। এতে সভাপতিত্ব করেন খুলনা জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক শেখ মোঃ আবু সাঈদ। রূপসা থানা কৃষক দলের সাধারণ সম্পাদক সোহাগ শিকদারের পরিচালনায় সুধীজনদের মধ্যে বক্তৃতা করেন মোহন সরদার, মাওলানা আবু ইউসুফ, মোঃ তাজুল ইসলাম, শেখ জয়নাল আবেদীন, ওমর আলী শেখ, রুস্তম আলী, মোঃ আল আমিন, আঃ করিম, নুরুল বক্কার শেখ, আঃ বারেক খান, আঃ মজিদ শেখ, লুৎফর রহমান বিশ্বাস, হাবিবুর রহমান, দেলোয়ার হোসেন, মাসুম মল্লিক প্রমুখ।
বিভিন্ন স্থানে দলীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা বিএনপি’র সভাপতি সাইফুর রহমান মিন্টু, রূপসা বাগেরহাট বাস মালিক সমিতির সভাপতি মোল্লা আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক শেখ মহিউদ্দিন, উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম-আহবায়ক বিকাশ মিত্র, যুগ্ম-আহবায়ক রয়েল আজম, রবিউল ইসলাম রবি, ইসমাইল হোসেন, নৈহাটী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইলিয়াজ হোসেন, নৈহাটী ইউনিয়ন বিএনপি সার্চ কমিটির সদস্য মহিউদ্দিন মিন্টু, দিদারুল ইসলাম, আমিনুল ইসলাম তারেক, শ্রমিক দল নেতা মাসুম বিল্লাহ, কৃষকদল নেতা শাহ আলম ভূঁইয়া, স্বেচ্ছাসেবকদল নেতা আসাদুজ্জামান বিপ্লব, জেলা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি ডাঃ গোলাম মাসুদ মৃধা, কৃষক দল নেতা বুলবুল আলম, রাজীব শেখ, আজিজুল হক, মনিরা বেগম, শাহজামান প্রিন্স, আজিজুর রহমান, মুক্তাদির বিল্লাহ,সাবেক ছাত্রনেতা মিজানুর রহমান, রাজু দাস, মেহেদী হাসান,দেলোয়ার হোসেন, হাফেজ মাওঃ হাফিজুর রহমান,মাসুম সরদার, শহীদ শেখ, আঃ রহিম, ইমরান শেখ, মোঃ ওলিয়ার রহমান, মফিজুর রহমান, জহর শেখ, মোতালেব শেখ, বাদল শেখ, আবুল বাশার, জান্মাতুন নাঈম প্রমুখ।