খুলনা | শনিবার | ২৮ ডিসেম্বর ২০২৪ | ১৩ পৌষ ১৪৩১

খুলনার রূপসা উপজেলার নৈহাটির দেবীপুর গ্রামে স্ত্রী মরিয়ম বেগম (২৫) কে হত্যার পর পু‌ড়ি‌য়ে লাশ গু‌মের মামলায় স্বামী রফিক শেখকে আজ ফাঁসির আদেশ দিয়েছেন জেলা ও দায়রা জজ ‌সি‌নিয়র জেলা জজ মোঃ ম‌শিউর রহমান চৌধুরী। রায় ঘোষনার পর আদালত থেকে কারাগারে যাওয়ার পথে এভাবেই স্বজনরা নির্বাক তাকিয়ে থাকেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত রফিক শেখের দিকে... আর.জি উজ্জ্বল।

|
০১:৫৯ পি.এম | ৩১ অক্টোবর ২০২১

খুলনার রূপসা উপজেলার নৈহাটির দেবীপুর গ্রামে স্ত্রী মরিয়ম বেগম (২৫) কে হত্যার পর পু‌ড়ি‌য়ে লাশ গু‌মের মামলায় স্বামী রফিক শেখকে আজ ফাঁসির আদেশ দিয়েছেন জেলা ও দায়রা জজ ‌সি‌নিয়র জেলা জজ মোঃ ম‌শিউর রহমান চৌধুরী। রায় ঘোষনার পর আদালত থেকে কারাগারে যাওয়ার পথে এভাবেই স্বজনরা নির্বাক তাকিয়ে থাকেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত রফিক শেখের দিকে... আর.জি উজ্জ্বল।