খুলনা | শনিবার | ২৩ নভেম্বর ২০২৪ | ৯ অগ্রাহায়ণ ১৪৩১

বাবা দিবসে ব্যতিক্রমী উদ্যোগ খুমেক হাসপাতালের চিকিৎসকের

বিনামূল্যে ব্রেন অপারেশন করে নিজ বাবাকে উৎসর্গ করলেন ডাঃ কমলেশ

বশির হোসেন |
১২:৫৫ এ.এম | ২৫ জুন ২০২১

গত ১৯ জুন ছিল বিশ্ব বাবা দিবস। দিনটিতে নিজের বাবার সাথে সেলফি ও ভালো-ভালো স্ট্যাট্যাসে যখন সামাজিক মাধ্যম ভাইরাল। ঠিক সেই মুহূর্তে বাবা দিবসকে সম্মানিত করতে ব্যতিক্রমী মহান এক উদ্যোগ নিয়ে নিজের বাবাকে উৎসর্গ করলেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিশেষজ্ঞ ডাঃ কমলেশ সাহা। অর্থাভাবে বাবার ব্রেণ অপারেশন করতে না পেরে দ্বারে দ্বারে ঘোরা এক সন্তানের দায়িত্ব্ নিজের কাঁধে তুলে নেন এ চিকিৎসক। অত্যন্ত ব্যয়বহুল অপারেশনটি বিনামূল্যে নিজের হাতে করেছেন মানবতাবাদী এই চিকিৎসক। আর অন্যের বাবার জীবন বাঁচিয়ে তা বাবা দিবসে নিজের বাবাকে উৎসর্গ করে দৃষ্টান্ত স্থাপন করলেন তিনি। 
খোঁজ নিয়ে জানা যায়, বাগেরহাটের চিতলমারী থেকে স্বপন নামে এক ব্যক্তির বাবা ব্রেন স্ট্রোক করে ভর্তি হন খুলনার একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি হন। মস্তিষ্কে রক্তক্ষরণ জনিত কারনে বাবার জীবন যখন মৃত্যু শয্যায়, প্রয়োজন ছিল বড় অপারেশনের। অপারেশনের জন্য প্রয়োজন লক্ষাধিক টাকা, যোগাড়ে যখন হিমশিম খাচ্ছিলেন সন্তান। খোঁজ পেয়ে ঠিক তখনই বাবা দিবসে নিজের বাবার কথা চিন্তা করে অপারেশনের দায়িত্ব নিজেই নিলেন। একটি বেসরকারি হাসপাতালে অত্যন্ত ব্যয়বহুল এই অপারেশনটি সম্পূর্ণ বিনামূল্যে সম্পন্ন করে নিজের বাবাকে তা উৎসর্গ করলেন। সৃষ্টি করলেন মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। যদিও ডাঃ কমলেশ সাহার সহকর্মী চিকিৎসকরা বলছেন ডাঃ কমলেশ সাহা বরাবরই অত্যন্ত মানবতাবাদী একজন চিকিৎসক। 
খুমেক হাসপাতালের নাক কান গলা বিশেষজ্ঞ ডাঃ দেবনাথ তালুকদার বলেন, ডাঃ কমলেশ সাহা নিউরো সার্জারির মত অত্যন্ত ব্যয়বহুল অপারেশন করলেও রোগীর সামর্থ্যকে সব সময় গুরুত্ব দেন তিনি। তার কাছে রোগীর জীবনের থেকে অন্য কোন কিছুই বেশি গুরুত্ব পায় না। এর আগেও বিভিন্ন ক্ষেত্রে তিনি মানবতার স্বাক্ষর রেখেছেন। আমরা আমাদের মানবতাবাদী এই চিকিৎসকের জন্য গর্ববোধ করি।
ডাঃ কমলেশ সাহার বাড়ি বাগেরহাট জেলার ফকিরহাটে। তিনি ২০০৫ সালে বরিশাল মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন এবং ২০২০ সালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে নিউরোসার্জারি বিভাগে এম এস সম্পন্ন করেন। বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিউরোসার্জারি বিশেষজ্ঞ হিসেবে দায়িত্ব পালন করছেন। দুই সন্তানের জনক ডাঃ কমলেশ সাহার স্ত্রী সরকারি কলেজের শিক্ষক।