খুলনা | সোমবার | ০৭ জুলাই ২০২৫ | ২৩ আষাঢ় ১৪৩২

ইউক্রেনে সরকারী ওয়েবসাইটে সাইবার হামলার শিকার

খবর প্রতিবেদন |
০৫:১৭ পি.এম | ১৪ জানুয়ারী ২০২২


ইউক্রেন সরকারের বেশ কয়েকটি ওয়েবসাইটে সাইবার হামলা চালানো হয়েছে। আজ শুক্রবার (১৪ জানুয়ারি) এই হামলার শিকার হয় দেশটির কয়েকটি দূতাবাসও। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

খবরে বলা হয়েছে, ইউক্রেনের পররাষ্ট্র ও শিক্ষা মন্ত্রণালয় সাইবার হামলার শিকার হয়েছে। এছাড়া দেশটির যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও সুইডেন দূতাবাসের ওয়েবসাইটেও হামলা চালানো হয়।

এসব ওয়েবসাইট অচল হওয়ার আগে ইউক্রেনের নাগরিকদের জন্য একটি বার্তা দেখা গেছে। এতে লেখা ছিল, আরও খারাপ পরিস্থিতির জন্য তৈরি হোন।

শুক্রবারের এই সাইবার হামলায় কারা জড়িত তা স্পষ্ট নয়। তবে এক মুখপাত্র জানিয়েছেন, অতীতে এমন হামলা চালানো হয়েছে রাশিয়া থেকে।

এই বিষয়ে রাশিয়ার পক্ষ থেকে কোনও মন্তব্য পাওয়া যায়নি। তবে সীমান্তে প্রায় ১ লাখ সেনার উপস্থিতিতে মস্কো এমনিতেই ইউক্রেনকে চাপে রেখেছে।

ইউক্রেনের এসবিইউ গোয়েন্দা সংস্থা জানিয়েছে, গত ৯ মাসে তারা ১২০০ সাইবার হামলা নিষ্ক্রিয় করেছে।