খুলনা | বৃহস্পতিবার | ২৬ ডিসেম্বর ২০২৪ | ১২ পৌষ ১৪৩১

সয়াবিন তেলের দাম কমলো লিটারে ৪ টাকা

খবর প্রতিবেদন |
০৪:১৮ পি.এম | ৩০ জুন ২০২১

কয়েক দফা সয়াবিন তেলের দাম বাড়ার পর এবার কমেছে লিটারে ৪ টাকা। এতে বোতলজাত এক লিটার সয়াবিন তেল কিনতে লাগবে ১৪৯ টাকা। আর খোলা কিনলে দাম লাগবে ১২৫ টাকা। সয়াবিন তেলের নতুন দাম আগামীকাল বৃহস্পতিবার থেকে সারাদেশে কার্যকর হবে।

ভোজ্যতেল পরিশোধন ও বিপণনকারীদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন সয়াবিন তেলের দাম ৪ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে। সংগঠনের সচিব মোঃ নূরুল ইসলাম মোল্লার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বুধবার (৩০ জুন) বিষয়টি জানিয়েছেন।