খুলনা | মঙ্গলবার | ১২ নভেম্বর ২০২৪ | ২৭ কার্তিক ১৪৩১

জেলা আ’লীগ নেতা ও ক্রীড়া সংগঠক শেখ মঈনুদ্দিনের ইন্তেকাল, শোক

খবর বিজ্ঞপ্তি |
০১:০২ এ.এম | ২৯ জানুয়ারী ২০২২


খুলনা জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও আবাহনী ক্রীড়াচক্রের সাবেক সাধারণ সম্পাদক শেখ মঈনুদ্দিন আহমদ (মঈন মামা) (৭৪) ইন্তেকাল করেছেন (ইন্নালিল­াহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন...আমরা তো আল­াহর এবং আমরা আল­াহর কাছেই ফিরে যাবো)। গতকাল শুক্রবার সকাল ১০টায় টুটপাড়ায় নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি ছেলে মেয়ে নাতি নাতনি, আত্মীয় স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের নামাজে জানাজা বাদ জুম্মা টুটপাড়ায় অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মরহুমকে টুটপাড়া কবরস্থানে দাফন করা হয়। 
এদিকে তার মৃত্যুর সংবাদ পেয়ে নগর আ’লীগ সভাপতি ও সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক, সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মিজানুর রহমান মিজান শোকাহতদের পাশে ছুটে যান। নেতৃবৃন্দ সেখানে কিছু সময় অবস্থান করেন এবং ধৈর্য্য ধারনের জন্য সান্ত্বনা দেন। এ সময় উপস্থিত ছিলেন রফিকুর রহমান রিপন, অধ্যাপক আলমগীর কবির, জোবয়ের আহমেদ খান জবা, কাজী শামীম আহসান, মোখলেছুর রহমান বাবলু, মোর্ত্তুজা রশিদী দারা, অসিত বরণ বিশ^াস, মোজাফ্ফর রশিদী রেজা, মোয়াজ্জেম রশিদী দোজা, এড. একেএম শাহজাহান কচি, মানিকউজ্জামান অশোক, চৌধুরী মোঃ রায়হান ফরিদ, এস এম আসাদুজ্জামান রাসেল, চৌধুরী মিনহাজ উজ জামান সজল, এড. মোঃ ফারুক হোসেন, মোঃ শিহাব উদ্দিন, জাকারিয়া ওসমান, রুম্মান আহমেদ, শংকর কুন্ডু,  বিশ^জিৎ মন্ডলসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। পরে  নেতৃবৃন্দ মরহুমের জানাজা ও দাফন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
এদিকে খুলনা জেলা আ’লীগের সাবেক সহ-সভাপতি শেখ মঈনুদ্দিন আহমদের মৃত্যুতে গভীর শোক, মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি সববেদনা জানিয়েছেন আ’লীগ নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ান, মহানগর আ’লীগ সভাপতি ও সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক, খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল, জেলা আ’লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ, নগর সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা ও জেলা সাধারণ সম্পাদক এড. সুজিত কুমার অধিকারী।