খুলনা | বৃহস্পতিবার | ২১ নভেম্বর ২০২৪ | ৭ অগ্রাহায়ণ ১৪৩১

এ বছর আলিমে জিপিএ-৫ পেয়ে শীর্ষে খুলনার দারুল কুরআন সিদ্দিকীয়া কামিল মাদ্রাসা

নিজস্ব প্রতিবেদক |
১২:৩৯ এ.এম | ১৪ ফেব্রুয়ারী ২০২২


খুলনায় এ বছর আলিম পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে শীর্ষ অবস্থানে রয়েছে নগরীর দারুল কুরআন সিদ্দিকীয়া কামিল মাদ্রাসা। এগারোটি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে এ পাবলিক পরীক্ষায় বিজ্ঞান ও সাধারণ শাখায় জিপিএ-৫ পেয়েছে ৩১ জন। 
প্রাপ্ত তথ্যমতে, মহানগরীর দারুল কুরআন সিদ্দিকীয়া কামিল মাদ্রাসা থেকে এ বছর আলিমে অংশ নেয় ১৪৬ জন। এতে পাসের হার দাঁড়িয়েছে ৯৯ শতাংশ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩১ জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে বিজ্ঞান শাখায় ১৮ জন এবং সাধারণ শাখায় ১৩ জন। 
খুলনা কামিল মাদ্রাসা থেকে ১০৮ জন অংশ নিয়ে পাস করেছে ১০৭ জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে বিজ্ঞান শাখায় ৪ জন এবং সাধারণ শাখায় ৪ জন। খান-এ সবুর মহিলা ফাজিল মাদ্রাসা থেকে ৫৯ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৫৮ জন। এর মধ্যে বিজ্ঞান শাখায় ৭ জন এবং সাধারণ শাখায় ৭ জন জিপিএ-৫ পেয়েছে। তালিমুল মিল­¬াত ফাজিল মাদ্রাসা থেকে ৪২ জন আলিমে অংশ নিয়ে পাস করেছে ৩৬ জন। এর মধ্যে বিজ্ঞান শাখায় ৯ জন এবং সাধারণ শাখায় ২৭ জন পাস করেছে।  
খুলনা নেছারিয়া কামিল মাদ্রাসা থেকে এ বছর আলিমে ৪১ জন অংশ নিয়ে পাস করেছে ৩৯ জন। এর মধ্যে বিজ্ঞান শাখায় ৪ জন এবং সাধারণ শাখায় ৩৫ জন পাস করেছে। 
মুহাম্মদনগর মহিলা কামিল মাদ্রাসা এ বছর আলিমে ৫৭ জন অংশ নিয়ে পাস করেছে ৫৪ জন। এর মধ্যে বিজ্ঞান শাখায় ১৪ জন এবং সাধারণ শাখায় ৪০ জন পাস করেছে। এর মধ্যে বিজ্ঞান শাখায় জিপিএ-৫ পেয়েছে ৭ জন এবং সাধারণ শাখায় জিপিএ-৫ পেয়েছে ৬ জন। 
মীরের ডাঙ্গা ইসলামিয়া আলিম মাদ্রাসা থেকে ২৮ জন অংশনিয়ে পাস করেছে ২৬ জন। এর মধ্যে বিজ্ঞান শাখায় ২ জন এবং সাধারণ শাখায় পাস করেছে ২৪ জন। দেয়াড়া যুগিহাটী আলিম মাদ্রাসা থেকে সাধারণ শাখায় ২৪ জন পরীক্ষায় অংশনিয়ে পাস করেছে ২১ জন। 
আটলিয়া সিনিয়র আলিম মাদ্রাসা থেকে এ বছর ২৪ জন অংশ নিয়ে পাস করেছে ১৮ জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১ জন। 
রূপসা দারুচ্ছুন্নাত আলিম মাদ্রাসা থেকে ২৭ জন আলিম পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ২২ জন। ফুলবাড়ি আলিম মাদ্রাসা থেকে সাধারণ শাখায় ২০ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ১৫ জন।
দারুল কুরআন সিদ্দিকীয়া কামিল মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা মোহাম্মাদ ইদ্রিস আলী এ প্রতিবেদককে বলেন, ‘খুলনায় আলিম পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে শীর্ষ অবস্থানে রয়েছে এ প্রতিষ্ঠানটি। উজ্জ্বল এ সাফল্যের জন্য প্রতিষ্ঠানের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।’