খুলনা | রবিবার | ১৩ জুলাই ২০২৫ | ২৮ আষাঢ় ১৪৩২

ফাল্গুনের সন্ধ্যায় কাল বৈশাখী গাছ চাপায় রূপসায় নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক ও রূপসা প্রতিনিধি |
০১:১০ এ.এম | ২৮ ফেব্রুয়ারী ২০২২


ঋতুরাজ বসন্তের ১৪ ফাল্গুনের (রবিবার) সন্ধ্যায় হঠাৎ কাল বৈশাখী ঝড় হতবাক করেছে কর্মক্লান্ত ঘরমুখো মানুষকে। পড়ন্ত বিকেলে মেঘাচ্ছন্ন আকাশ সূর্য্য অস্তের আগেই আঁধারে আবৃত হলো চারিদিক। ধুলা-বালু মিশ্রিত আকস্মিক ঝড়ো হাওয়ায় ভারী হয়ে উঠে বাতাস। দিক-বিদিক ছুটাছুটি করতে দেখা যায় পথচারীদের।
অন্যদিকে, রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের চাঁদপুর গ্রামে দমকা হাওয়ায় ভেঙে পড়া নারিকেল গাছের চাপায় কৃষ্ণা পাল (৫০) নামের এক নারী নিহত হয়েছেন। সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে। নিহত কৃষ্ণা পাল ওই এলাকার নিখিল পালের স্ত্রী।
নিখিল পাল জানান, সন্ধ্যায় কৃষ্ণা পাল বাড়ির উঠানে টিউবওয়েলের কাছে গিয়েছিল। এ সময়ে হঠাৎ দমকা হাওয়ায় ভেঙে পড়া নারিকেল গাছের তলে পড়ে আহত হন। পরে দ্রুত তাকে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ পিকিং বলেন, কৃষ্ণা পালকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।
রূপসা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোশারফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
এদিকে, মহানগরী ও পার্শ্ববতী এলাকা ছাড়াও সাতক্ষীরাসহ বিভিন্ন এলাকায় ঝড়ো হাওয়ার খবর পাওয়া গেছে। তবে বৃষ্টি হয়েছে খুবই কম। কোথাও কোথাও মৃদু শিলাবৃষ্টি হয়েছে বলে জানা গেছে।
খুলনা আঞ্চলিক আবহাওয়া অধিদপ্তরের ইনচার্জ মোঃ আমিরুল আজাদ বলেন, মৌসুমী বায়ুর প্রভাবে ঝড়ো হাওয়া বেয়েছে। বৃষ্টি হয়েছে খুম কম। তবে কোথাও কোথাও মৃদু শিলাবৃষ্টি হয়েছে বলে শোনা গেছে।