খুলনা | বৃহস্পতিবার | ২১ নভেম্বর ২০২৪ | ৭ অগ্রাহায়ণ ১৪৩১

করোনায় বেড়েছে কর্মহীন মানুষ দাঁড়াতে হবে তাদের পাশে

|
১২:১০ এ.এম | ০৫ জুলাই ২০২১

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে গত ১ জুলাই থেকে দেশজুড়ে কঠোর লকডাউন শুরু হয়েছে। লকডাউনে মানুষকে ঘরে থাকতে বলা হয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া ঘর থকে বের হতে নিষেধ করা হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী কঠোর অবস্থান নিয়েছে। সরকারের কঠোর অবস্থানের কারণে প্রধান প্রধান সড়কে মানুষের ভিড় নেই। সরকারি-বেসরকারি অফিস বন্ধ রয়েছে। কিন্তু বিপাকে পড়েছে খেটে খাওয়া সাধারণ মানুষ।
কঠোর লকডাউন শুরুর আগে প্রতিদিন সকালে খুলনাসহ দেশের বিভিন্ন এলাকায় কাজের সন্ধানে অনেক শ্রমিকের জমায়েত দেখা যেত। মাটি কাটা, ইট-বালু টানা, রাজমিস্ত্রির জোগালি ও বাসাবাড়ি পরিষ্কার, বাসা বদলের কাজসহ বিভিন্ন ধরনের কাজে অভ্যস্ত এই মানুষগুলো এখন একেবারেই কর্মহীন। লকডাউনে তাদের কাজ বন্ধ। প্রতিদিনের আয় না থাকায় এই মানুষগুলো বিপাকে পড়েছে। তাদের অনেকে সপরিবারে ঢাকায় বসবাস করে। অনেকের পরিবার থাকে ঢাকার বাইরে। সেখানে নিয়মিত টাকা পাঠাতে হয়। প্রতিদিনের উপার্জনের ওপর নির্ভরশীল এই মানুষগুলো টাকার অভাবে গ্রামের বাড়িতে পরিবারের কাছে যেতে পারছে না টাকার অভাবে। গত কয়েক দিনের লকডাউনে অনেককেই ধারদেনা করে চলতে হচ্ছে। অনেককেই খাবারের কষ্টেও পড়তে হয়েছে। শুধু পুরুষ শ্রমিকরাই নয়, রান্নাবান্না, ইট-বালু, সিমেন্ট ওঠানো-নামানো, টাইলস পরিষ্কার, ভবন ঢালাই, রাজমিস্ত্রির সহযোগী, বাসা ধোয়ামোছা, মাটি কাটা, ইট পরিষ্কার ও ভাঙা, টাইলস পুডিংয়ের কাজ করে এমন নারী শ্রমিকরাও বেকার সময় কাটাচ্ছে। লকডাউনের কারণে তাদেরও কাজ নেই। তারা মানবিক সহায়তা পাওয়ার যোগ্য। কিন্তু তাদের অনেকেই জানে না ৩৩৩ নম্বরে ফোন করে সরকারি খাদ্য সহায়তা পাওয়া যায়।
করোনাভাইরাসের বিস্তার নিয়ন্ত্রণে চলমান লকডাউনে দরিদ্র, দুস্থ, অসচ্ছল ও কর্মহীন জনগোষ্ঠীকে মানবিক সহায়তা দিতে ২৩ কোটি ছয় লাখ ৭৫ হাজার টাকা বরাদ্দ দিয়েছে সরকার। দেশের ৬৪ জেলার অনুক‚লে এই বরাদ্দ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট ডিসি বরাদ্দ পাওয়া অর্থ ইউনিয়ন পর্যায়ে উপ-বরাদ্দ দেবেন। দেশে করোনাভাইরাসের প্রকোপ শুরু হলে গত বছর ২৬ মার্চ থেকে সারাদেশে কঠোর লকডাউন জারি হয়। তখন কাজ হারানো নিম্ন আয়ের মানুষকে সহায়তা দিতে বিভিন্ন উদ্যোগ নেয় সরকার। এবারও নিশ্চয় তার ব্যতিক্রম ঘটবে না। কর্মহীন মানুষের পাশে সহায়তা নিয়ে দাঁড়াতে হবে।