খুলনা | বৃহস্পতিবার | ২১ নভেম্বর ২০২৪ | ৭ অগ্রাহায়ণ ১৪৩১

বইছে মৃদু তাপপ্রবাহ, আপাতত কমার সম্ভাবনা নেই

খবর প্রতিবেদন |
০৮:৪৪ এ.এম | ১৭ মার্চ ২০২২

বড় বড় শহরগুলোতে যানজট তীব্র আকার ধারণ করেছে। আর এই যানজটের মধ্যে পড়ে গরমে নাভিশ্বাস উঠছে মানুষজনের। সারাদেশেই গরমের মাত্রা বেড়েছে। কিছু জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু তাপপ্রবাহ।

আপাতত আরো কিছুদিনের মধ্যে এই গরম কমার সম্ভাবনা নেই বরং বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়াবিদ মোঃ হাফিজুর রহমান জানান, গরমের বিশেষ কোনো কারণ নেই, এটা এ মৌসুমের বৈশিষ্ট্য। তবে বৃষ্টি হলে গরম কিছুটা কমবে। কিন্তু আপাতত কয়েক দিনের মধ্যে তেমন কোনো বৃষ্টিপাতেরও সম্ভাবনা নেই।

গতকাল বুধবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ঢাকা, ফরিদপুর, রাজশাহী, পাবনা, বরিশাল, পটুয়াখালী, রাঙামাটি, চাঁদপুর, সিলেট জেলাসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

জানা যায়, তাপমাত্রা সাধারণত ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তা মৃদু তাপপ্রবাহ হিসেবে ধরা হয়।