খুলনা | শুক্রবার | ১১ জুলাই ২০২৫ | ২৭ আষাঢ় ১৪৩২

ঝিনাইদহে বিএনপির বিক্ষোভ সমাবেশ

ঝিনাইদহ প্রতিনিধি |
০২:২৩ পি.এম | ১৪ মে ২০২২


ঝিনাইদহে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে আজ শনিবার (১৪ মে) সকালে ঝিনাইদহ প্রেসক্লাবের সামনে এ কর্মসূচীর আয়োজন করে জেলা বিএনপি।

এতে বিএনপির কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, জেলা বিএনপির আহŸায়ক এ্যাড. এস এম মশিয়ুর রহমান, সদস্য সচিব এম এ মজিদসহ জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

বক্তারা, দেশব্যাপী বিএনপির নেতাকর্মীদের উপর হামলা ও নৈরাজ্য’ আওয়ামী লীগকে দায়ী করে এর প্রতিবাদ জানান। সেই সাথে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবী করে। একই সাথে দ্রব্যমুল্যের উর্দ্ধগতি রোধে সরকারের ব্যার্থতাকে দায়ী করেন।