খুলনা | বৃহস্পতিবার | ০৩ জুলাই ২০২৫ | ১৯ আষাঢ় ১৪৩২

ব্রাহ্মণবাড়িয়ায় ১৩২০ লিটার সয়াবিন তেল মজুত, জরিমানা ৫০ হাজার টাকা

খবর প্রতিবেদন |
০৪:২৫ পি.এম | ১৪ মে ২০২২


ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধভাবে দোকান ও গুদামে ১৩২০ লিটার সয়াবিন তেল মজুত করে রাখার দায়ে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

শনিবার (১৪ মে) দুপুরে শহরের আনন্দবাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান জানান, বিপুল পরিমাণ সয়াবিন তেলের বোতল অবৈধভাবে মজুত করে রাখা হয়েছে এমন গোপন সংবাদ পেয়ে আনন্দবাজারের নিয়ামত স্টোরে এবং ওই দোকানের গুদামে অভিযান পরিচালনা করা হয়।

এ সময় দোকান ও গুদামে ৫ লিটারের ২৬৪ বোতল সয়াবিন তেল অবৈধভাবে মজুত রাখার দায়ে প্রতিষ্ঠানটির মালিক নিয়ামত উল্লাহকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে তেলগুলো বোতলে উল্লেখিত দামে ক্রেতাদের কাছে বিক্রির করা হয়।