খুলনা | শুক্রবার | ১১ জুলাই ২০২৫ | ২৭ আষাঢ় ১৪৩২

বৃত্তবানদের নিকট সাহায্যের আবেদন

কালবৈশাখী ঝড়ে ভেঙ্গে গেল প্রতিবন্ধি গোলাম রসূলের শেষ সম্বল

ঝিনাইদহ প্রতিনিধি |
০১:২৩ পি.এম | ২৫ মে ২০২২


ঝিনাইদহের কালীগঞ্জের পৌরসভার ২নং ওয়ার্ড আনন্দবাগ গ্রামের প্রতিবন্ধি গোলাম রসুলের দোকানের উপর কড়ইগাছ পড়ে দোকানটি সম্পুর্ণ তছনছ হয়ে গেছে। দোকানী গোলাম রসুল অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেও আহত হয়েছেন দোকানে বসে থাকা ২ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর চুন্নু সহ ৪ জন। প্রতিবন্ধি গোলাম রসুল ঐ  গ্রামের আমজাদ আলীর ছেলে। গ্রামের বাড়ির পাশে একটি টোং দোকান বসিয়ে চা পানের ব্যাবসা করে কোন রকম চলছিল তার সংসার। নিয়তির খেলা গত ২১ মে শনিবার হঠাৎ কালবৈশাখীর তান্ডবে দোকানের পাশে থাকা বৃহত কড়াই গাছটি উপড়িয়ে দোকানের উপর পড়ে। তছনছ হয়ে যায় দোকানটি। গ্রামবাসী দোকানের তলা থেকে তাদেরকে উদ্ধার করেন।

উল্লেখ্য, গত ২০১৭ সালে পায়ে গ্যাংগ্রিস দেখা দিলে অধ্যাপক ডাঃ আব্দুস সালামের তত্বাবধানে থেকে ঢাকার প্রাইম অর্থোপেডিক জেনারেল হাসপাতালে তার বাম পায়ের হাটুর উপর থেকে কেটে ফেলতে হয়। এরপর থেকে অভাবের সংসার চলে চা, পান বিক্রি করে। দোকানের উপর গাছ পড়ে সবকিছু শেষ হয়ে যাওয়ায় সে এখন হতাশগ্রস্থ হয়ে পড়েছে। কিভাবে চলবে অভাবের সংসার। সরকারী সহযোগিতা ও বিত্তবানরা এগিয়ে আসবে এমনটাই প্রত্যাশা সর্বহারা প্রতিবন্ধি গোলাম রসুল এবং গ্রামবাসীর।