খুলনা | মঙ্গলবার | ০৮ জুলাই ২০২৫ | ২৪ আষাঢ় ১৪৩২

ফেনীতে গাড়ি বহরে হামলা আ’লীগের, আহত ৫

বিএনপি’র আবদুল আউয়াল মিন্টুসহ ১৭৭ জনের বিরুদ্ধে দুই মামলা

খবর প্রতিবেদন |
০১:০১ এ.এম | ৩১ অগাস্ট ২০২২


ফেনীর দাগনভূঞাঁয় বিএনপি’র কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টুর গাড়ি বহরে হামলার ঘটনা ঘটেছে। এতে ৫ জন আহত হয়েছে বলে দাবি করেছে বিএনপি। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে দাগনভূঞা ইকবাল মেমোরিয়াল কলেজ সংলগ্ন স্থানে হামলার এ ঘটনা ঘটে।
আব্দুল আউয়াল মিন্টু জানান, বিক্ষোভ কর্মসূচিতে আসার সময় তার গাইড় বহরে হামলা করা হয়েছে। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এ জন্য আ’লীগের নেতা-কর্মীদের দায়ী করেছেন তিনি।  
বিকেল ৫টার দিকে নিজের বাড়ির সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে মিন্টু বলেন, সময় ঘনিয়ে এসেছে, আ’লীগ পালানোর পথ খুঁজে পাবে না। খুন, গুম করে গণতন্ত্রকে হত্যা করে আর বেশিদিন তারা টিকে থাকতে পারবে না। তিনি বলেন, ১৯৭৫ এর পর যেভাবে আ’লীগের নাম নেওয়ার মানুষ ছিল না, এখন আবার সেই অবস্থা হবে।
সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য শাহানা আক্তার শানু, ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসনের সমন্বয়ক আকবর হোসেন। সঞ্চালনা করেন জেলা বিএনপি’র সদস্য সচিব আলাল উদ্দিন আলাল।
এদিকে দাগনভূঞায় বিএনপি’র সমাবেশে যাওয়ার পথে ছাত্রলীগের হামলায় বিএনপি ৩০০ নেতা-কর্মী আহত হয়েছে বলে দাবি করেছেন জেলা বিএনপি’র সদস্য সচিব আলাল উদ্দিন আলাল।
অপর দিকে পৌর শহরে টহল জোরদার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল থেকেই দুই পক্ষ মুখোমুখি অবস্থানে রয়েছে। বিএনপি অবস্থান নিয়ে কর্মসূচি করার চেষ্টা করে  ইকবাল মেমোরিয়াল কলেজের রাস্তার সামনে।
আর আ’লীগের নেতা-কর্মীরা অবস্থান নেন শহরের জিরো পয়েন্টে।
তার আগে সকাল থেকেই বিএনপি নেতা আব্দুল আওয়াল মিন্টু ও আকবর হোসনের বাড়ির এলাকায় আ’লীগের নেতা-কর্মীরা মহড়া দিয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বিএনপি নেতারা।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার বিকেল তিনটায় বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছিল উপজেলা বিএনপি।  একই স্থানে উপজেলা ছাত্রলীগও রাজনৈতিক কর্মসূচির আয়োজন করে। পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করায় দুই দলের নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
ফলে অনাকাক্সিক্ষত পরিস্থিতি এড়াতে সকাল থেকেই পৌর এলাকার বেশির ভাগ দোকানপাট বন্ধ রাখতে দেখা গেছে। সড়কে মানুষের চলাচলও রয়েছে অন্যান্য দিনের তুলনায় কম।
এদিকে দু’পক্ষের এমন মুখোমুখি অবস্থানের কারণে দাগনভূঞা পৌর শহরে আইন-শৃঙ্খলা অবনতির আশঙ্কায় রয়েছেন স্থানীয়রা। শহরের বিভিন্ন পয়েন্টে বাড়ানো হয়েছে পুলিশের টহল।
উল্টো দুই মামলা : ফেনীর সোনাগাজীতে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় বিএনপি’র ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুকে প্রধান আসামি করে দলটির ১৭৭ নেতা-কর্মীর বিরুদ্ধে দু’টি মামলা হয়েছে। 
সোনাগাজী মডেল থানার এসআই সৌরজিৎ বডুয়া ও মাঈন উদ্দিন বাদী হয়ে মঙ্গলবার দুপুরে মামলা দু’টি করেন। এরই মধ্যে এ মামলায় রিপন (২৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
মামলা দু’টিতে বিএনপি’র ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুসহ দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের  ৪৭ নেতা-কর্মীর নাম উলে­খসহ অজ্ঞাতনামা ১২০-১৩০ জনকে আসামি করা হয়েছে।
সোমবার বিকেলে বিএনপি’র কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ সমাবেশ চলাকালে নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এতে দুই পুলিশ কর্মকর্তাসহ কমপক্ষে ১০ জন আহত হন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রায় ৬০ রাউন্ড ফাঁকা গুলি করে। 
সোনাগাজী মডেল থানার ওসি মুহাম্মদ খালেদ হোসেন দাইয়্যান মামলার সত্যতা নিশ্চিত করেছেন।