খুলনা | শুক্রবার | ১১ জুলাই ২০২৫ | ২৭ আষাঢ় ১৪৩২

কেসিসি পরিচালিত জোড়াগেট পশু হাটে ২ কোটি ৪৩ হাজার টাকা হাসিল আদায়

নিজস্ব প্রতিবেদক |
০৯:১২ পি.এম | ২১ জুলাই ২০২১

খুলনা সিটি করপোরেশন (কেসিসি) পরিচালিত নগরীর জোড়াগেটস্থ কোরবানীর পশু হাটে এবার ৬ হাজার ৯৪০টি পশু বিক্রি হয়েছে। এরমধ্যে গরু ৫ হাজার ২৮০টি, ছাগল ১ হাজার ৬৩৯টি ও ভেড়া ২১ টি। এ বাবদ হাসিল আদায় হয়েছে ২ কোটি ৪৩ হাজার ৪৫ টাকা। হাট আহবায়ক কমিটির সভাপতি কাউন্সিলর শামসুজ্জামান মিয়া স্বপন এ প্রতিবেদককে এসব তথ্য জানিয়েছেন।

গত ১৫ জুলাই দুপুরে খুলনা অঞ্চলের সর্ববৃহৎ কোরবানির পশুর হাট উদ্বোধন করেন খুলনা মহানগর আ'লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা। হাট চলে ঈদের দিন (২১ জুলাই) সকাল পর্যন্ত।

প্রসঙ্গত্ব, গত বছর কেসিসি'র কোরবানীর এ পশুর হাটে ৬ হাজার ১৬৯টি পশু বিক্রি হয়েছিল। এরমধ্যে ছিল ৪৭৭২টি গরু, ১৩৬০টি ছাগল ও ৩৬টি ভেড়া। এ থেকে কেসিসি রাজস্ব আয় হয়েছিল এক কোটি ৬৪ লাখ ৭৭ হাজার ৭ টাকা।
হাট পরিচালনা কমিটির আহবায়ক শামসুজ্জামান মিয়া স্বপন বলেন, কঠিন পরিস্থিতির মধ্যেও এবার বেশি হাসিল আদায় হয়েছে।