খুলনা | রবিবার | ১৩ জুলাই ২০২৫ | ২৯ আষাঢ় ১৪৩২

তেরখাদায় জমিজমা সংক্রান্ত বিরোধ চলাকালে যুবকের রহস্যজনক মৃত্যু !

তেরখাদা প্রতিনিধি |
১১:১৩ পি.এম | ২১ জুলাই ২০২১

জমিজমা সংক্রান্ত পূর্বশত্রুতার জেরধরে বিরোধ চলাকালে মোঃ ইনসান মীর (৪৯) নামের এক ব্যক্তির রহস্যজনক মৃত্যু হয়েছে। আজ বুধবার (২১ জুলাই) সন্ধ্যার পূর্ব মুহুর্তে তেরখাদা উপজেলার উত্তর কুশলা এলাকায় এঘটনা ঘটে। এঘটনায় জিজ্ঞাসাবাদের জন্যে মৃতের দু'জন চাচাতো ভাইকে আটক করেছে পুলিশ।

মৃত ইনসার মীর উপজেলার উত্তর কুশলা গ্রামের মৃত আবু হানেফ মীরের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশের সূত্রে জানা গেছে, নিহত ইনসান মীরের সাথে আপন চাচাতো ভাই মোঃ হান্নান মীরের সাথে দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছে। এরই জেরধরে আজ বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে কথা কাটাকাটির একপর্যায়ে ইনসান মীর অসুস্থ্য হয়ে পড়ে। স্থানীয়রা তেরখাদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত্যু বলে ঘোষনা করেন।

তেরখাদা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোশাররফ হোসেন বলেন, মৃত ব্যক্তির শরীরের কোন আঘাতের চিহ্ন নেই। লাশ ময়না তদন্তে পাঠানো হয়েছে। এ বিষয়ে এখনও পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এ ঘটনায় মোঃ হান্নান মীর ও তার ছেলে মহিদুল ইসলাম মীর কে ১৫৪ ধারায় আটক করা হয়েছে। এঘটনার পর এলাকার একটি মহল ঘটনাকে পুঁজি করে নিরীহ লোকদের ফাঁসিয়ে অর্থ বানিজ্যের চেষ্টায় লিপ্ত রয়েছে।