খুলনা | বুধবার | ০৩ সেপ্টেম্বর ২০২৫ | ১৮ ভাদ্র ১৪৩২

অক্টোবর থেকে ই-নামজারি ব্যবস্থা সম্পূর্ণ ক্যাশলেস : ভূমি সচিব

খবর প্রতিবেদন |
০১:৩৪ এ.এম | ১৫ সেপ্টেম্বর ২০২২


ভূমি সচিব মোস্তাফিজুর রহমান বলেছেন, আগামী অক্টোবর মাস থেকে সারাদেশে সম্পূর্ণ ক্যাশলেস ই-নামজারি ব্যবস্থা নিশ্চিত করা হবে। বুধবার সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ের আভ্যন্তরীণ সভায় সভাপতিত্ব করার সময় ভূমি ব্যবস্থাপনা আধুনিকায়ন বিষয়ে বক্তব্য প্রদানকালে তিনি এ কথা বলেন।
ভূমি সচিব বলেন, মানুষের ভোগান্তি লাঘব এবং জটিলতা এড়ানোর জন্য ই-নামজারি আবেদন ও নোটিশ ফি’র মতো নামজারি অনুমোদনের পর রেকর্ড সংশোধন ও খতিয়ান সরবরাহ ফি-ও কেবল অনলাইনে নেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। আগামী ৩০ সেপ্টেম্বর থেকে নামজারি অনুমোদনের পর রেকর্ড সংশোধন ও খতিয়ান সরবরাহ ফি আর ম্যানুয়াল পদ্ধতিতে (ক্যাশে) দেওয়া হবে না। এই সম্পর্কিত একটি পরিপত্র ইতোমধ্যে জারি করা হয়েছে।
তিনি আরও বলেন নামজারির জন্য কারও যেন কোনোভাবেই ১১৭০ টাকার বেশি অর্থ খরচ না হয় তা নিশ্চিত করতে। এছাড়া ডিসিআর ও খতিয়ানের কোনও ত্র“টি সংশোধনের জন্য কোনও ফি আমরা নেব না-এ সময় যোগ করেন তিনি।
প্রসঙ্গত, ই-নামজারি আবেদন ফি (কোর্ট ফি) ২০ টাকা ও নোটিশ ফি (নোটিশ জারি ফি) ৫০ টাকা ই-নামজারি আবেদন করার সময়ই অনলাইনে প্রদান করতে হতো। তবে এতদিন রেকর্ড সংশোধন ফি ১০০০ টাকা ও খতিয়ান সরবরাহ ফি ১০০ টাকা অনলাইনে ও সরাসরি ক্যাশের মাধ্যমে দু’ভাবেই গ্রহণ করা হতো। আগামী অক্টোবর থেকে এই দু’টি ফি’ও আর ক্যাশের মাধ্যমে গ্রহণ করা হবে না। চার ধরনের ফি প্রদানে নামজারির জন্য মোট প্রকৃত খরচ ১১৭০ টাকা।