খুলনা | সোমবার | ০৭ জুলাই ২০২৫ | ২৩ আষাঢ় ১৪৩২

মাদক মামলায় সাবেক প্যানেল মেয়র ও যুবলীগ নেতার যাবজ্জীবন

কুষ্টিয়া প্রতিনিধি |
০১:৩৮ এ.এম | ০৪ অক্টোবর ২০২২


কুষ্টিয়ার মিরপুরের মাদক মামলার যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ও সাবেক প্যানেল মেয়র আল হেলাল নির্পন (৪৬) আদালতে আত্মসমর্পণ করেছেন। তিনি পৌর যুবলীগের যুগ্ম-আহŸায়ক পদও রয়েছেন। সোমবার আসামি আল হেলাল নির্পন আদালতে আত্মসমর্পণ করলে কুষ্টিয়া অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ তাজুল ইসলাম তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অনুপ কুমার নন্দী।
আত্মসমর্পণকারী ফেনসিডিল ও ইয়াবা মামলার কারাদণ্ডপ্রাপ্ত আসামি আল হেলাল নির্পন কুষ্টিয়ার মিরপুর উপজেলা শহরের আদর্শপাড়া এলাকার আকিম উদ্দিনের ছেলে। তিনি মিরপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ছিলেন।