খুলনা | শনিবার | ১২ জুলাই ২০২৫ | ২৮ আষাঢ় ১৪৩২

খুকৃবির প্রথম ট্রেজারার হচ্ছেন অধ্যাপক সারোয়ার আকরাম

নিজস্ব প্রতিবেদক |
০৫:০৫ পি.এম | ২৮ জুলাই ২০২১

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের (খুকৃবি) প্রথম ট্রেজারার পদে নিয়োগ পেয়েছেন অধ্যাপক সারোয়ার আকরাম আজিজ। আজ বুধবার (২৮ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মো: মাহমুদুল আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে। অধ্যাপক সারোয়ার আকরাম সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক্স অ্যান্ড এনিম্যাল ব্রিডিং বিভাগে কর্মরত ছিলেন।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, খুকৃবির ট্রেজারের পদে তাকে যোগদানের তারিখ হতে চার বছরের জন্য মেয়াদ প্রযোজ্য হবে। পাশাপাশি তিনি সমপরিমাণ বেতনভাতা ও অন্যান্য সুবিধা পাবেন।

এ ব্যাপারে অধ্যাপক সারোয়ার আকরাম আজিজ বলেন, প্রজ্ঞাপনটির বিষয়ে তিনি জানেন। খুব দ্রুতই তিনি খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে যোগদান করবেন।