খুলনা | শুক্রবার | ১১ জুলাই ২০২৫ | ২৭ আষাঢ় ১৪৩২

র‍্যাব হেফাজতে হেলেনা জাহাঙ্গীর, চলছে জিজ্ঞাসাবাদ

খবর প্রতিবেদন |
১২:১২ এ.এম | ৩০ জুলাই ২০২১

আ'লীগের মহিলা বিষয়ক উপ-কমিটি থেকে সদ্য বহিস্কৃত হেলেনা জাহাঙ্গীরকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে র‌্যাব। আজ বৃহস্পতিবার (২৯ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে র‍্যাব সদর দফতরের অতিরিক্ত মহাপরিচালক (এডিজি অপস) কর্নেল কেএম আজাদ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

এদিকে র‍্যাবের গোয়েন্দা শাখার এক উর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি জানান, হেলেনা জাহাঙ্গীরকে আটক করা হচ্ছে। তার বাসায় মাদক পাওয়া গেছে।
সম্প্রতি ‌‘বাংলাদেশ আওয়ামী চাকরিজীবী লীগ’ নামে একটি সংগঠনের পোস্টার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। পোস্টারে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি হেলেনা জাহাঙ্গীর আর সাধারণ সম্পাদক মাহবুব মনিরের নাম উল্লেখ করা হয়। 
সংগঠনটির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক হিসেবে সাইফুল ইসলাম ইমনের ফোন নম্বর দিয়ে পদ প্রত্যাশীদের যোগাযোগ করতে বলা হয়। ওই পোস্টারে সংগঠনটির জেলা, উপজেলা ও বিদেশি শাখায় সভাপতি ও সাধারণ সম্পাদক নিয়োগ দেয়া হবে বলেও উল্লেখ করা হয়। এ ঘটনার জেরে রবিবার (২৫ জুলাই) আ'লীগের মহিলা বিষয়ক উপ-কমিটির সদস্য পদ থেকে তাকে অব্যাহতি দেয়া হয়।